হালিমা খাতুনের জন্ম ১৯৩৩ সালে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি বাংলা ও শিক্ষা শাস্ত্রে এম.এ এবং আমেরিকার নর্দার্ন কলােরাডাে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আজীবন তিনি বাংলা ও ইংরেজিতে গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, রম্য রচনা, সমালােচনা লিখে চলেছেন। আশির কোঠা পার হতে চলেছেন তবুও তার কলম থেমে নেই। বায়ান্নর ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী হালিমা খাতুন বাংলা ভাষার সেবা করে চলেছেন আর শিশু কিশােরদের ভালবাসার ডালি উজাড় করে দিয়ে যাচ্ছেন। তার গল্পের আলাের ঝরনায় সবার মনের দুয়ার খুলে যাক, সবাই মানবতার সেবায় এগিয়ে আসুক এটাই তার একমাত্র কামনা। তার এই সব সুবর্ণ রঞ্জিত হীরক খচিত ফসলে সবার সংগ্রহশালা ভরে উঠুক এই আমাদের কাম্য।