Summary Of The Book The first, and one of the best self-help books, Dale Carnegie’s How To Win Friends and Influence People has helped millions of people improve their personal and professional lives. First published in 1936, the book continues to prove invaluable because of the timeless questions that are answered by Carnegie. The techniques and principles of the book have proved their efficacy over the years.
According to Carnegie, our success depends greatly on our communication skills and tactics, and our ability to manage our relationships. In this book, Carnegie guides us to improve these very skills. The book discusses the techniques of handling people, Carnegie points out that we should not criticize or condemn anybody, and should always give our honest appreciation. While pointing out how we can make people like us, Carnegie advises us to be good listeners, show genuine interest in people, and make people feel good about themselves. To come across as a pleasant and friendly person, the most important thing to do is to smile.
According to the author, in order to convince people of your viewpoints, it is essential to stay away from arguments, show respect for other’s ideas, and try to see the other person’s point of view, among other things. Carnegie advises us to begin with praising the good points of the person, admit and discuss your own mistakes, never criticize blatantly or directly, praise even a little improvement, and use encouragement effectively.
Carnegie gives advice which will not only help you gain popularity, but also prestige and influence. Carnegie’s tips will also improve your conversational skills, and make you a better speaker. Carnegie’s pioneering book also helps develop abilities and skills that will help you gain new clients and customers. How to Win Friends and Influence People continues to be the most popular self-help book. It has sold more than 15 million copies worldwide, and has been translated into many languages.
About Dale Carnegie Born in 1888, Dale Carnegie, American writer and lecturer, is considered to be the pioneer of the self-help industry. It was Carnegie’s books which brought self-help books the popularity which they enjoy today. Some of these are How to Stop Worrying and Start Living, How to Develop Self-Confidence and Influence People By Public Speaking, How To Enjoy Your Life and Your Job, and Public Speaking and Influencing Men in Business.
In 1912, the Dale Carnegie Training was founded, and it continues to give training based on Carnegie’s principles. Carnegie’s first marriage ended in divorce. He then married Dorothy Price Vanderpool. Carnegie died in Forest Hills, New York, in 1955.
ডেল ব্রাকেনরিডজ কার্নেগী, এক দরিদ্র কৃষক পরিবারে ২৪ নভেম্বর, ১৮৮৮ সালে জন্ম নেওয়া এই আমেরিকান লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সেলফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল এর মতো দারুণ সব প্রশিক্ষণের উদ্ভাবন ও এসব বিষয়ে লেখা ডেল কার্নেগী এর বই সমূহ আশার আলো দেখিয়েছে অসংখ্য হতাশাচ্ছন্ন মানুষকে। মিসৌরিতে দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়ার দরূণ বালক বয়স থেকেই কাজ করেছেন ক্ষেতখামারে। এর মাঝেও ওয়ারেন্সবার্গের সেন্ট্রাল মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কলেজ শেষে জীবিকার তাগিদে বেকন, সাবান এবং লার্ড (শূকরের চর্বি মিশ্রিত করা) তৈরির কাজও করতে হয় আর্মর অ্যান্ড কোম্পানির জন্য। ফার্মের প্রধান হিসেবে অনেক সাফল্য লাভ ও ৫০০ ইউএস ডলার সঞ্চয়ের পর ১৯১১ সালে বহুদিনের লালিত স্বপ্ন অধ্যাপক হওয়ার জন্য বিক্রয় সেবার কাজটি ত্যাগ করেন তিনি। কিছু ব্যর্থতার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে যখন ওয়াইএমসিএ- এর ১২৫ নম্বরে বাস করতে শুরু করেন, তখনই পাবলিক স্পিকিং এর ধারণাটি মাথায় খেলা করে কার্নেগীর। সেই সময় মোট লভ্যাংশের ৮০% শতাংশের বিনিময়ে ওয়াইএমসিএ এর পরিচালকের কাছে শিক্ষা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ১৯১২ সাল থেকে কার্নেগী কোর্সের যাত্রা শুরু হয়। পুরো আমেরিকাবাসীর কাছে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধির পথ হয়ে উঠে তার পদ্ধতি। ডেল কার্নেগী এর বই সমগ্র এর মধ্যে ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইটিকে তার সেরা অবদান হিসেবে ধরা হয়। প্রথম প্রকাশের মাত্র কয়েক মাসের মধ্যেই যার ১৭তম মুদ্রণও প্রকাশ করতে হয়েছিলো। ডেল কার্নেগী এর লেখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং এখনও হচ্ছে। ‘বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে’, ‘বন্ধুত্ব ও সম্পদ লাভের কৌশল’, ‘বড় যদি হতে চাও’, ‘ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ’ এমন নানা নামের অনূদিত ডেল কার্নেগী বাংলা বই অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাভাষী পাঠকদেরও। ডেল কার্নেগী শ্রেষ্ঠ রচনাসমগ্র এর মধ্যে আরও আছে ‘দ্য বায়োগ্রাফি অব আব্রাহাম লিংকন’, ‘ফাইভ মিনিট বায়োগ্রাফিস’ এবং ‘বিশ্বায়নের পটভূমি’। ১ নভেম্বর, ১৯৫৫ সালে আমেরিকান এই অধ্যাপক মৃত্যুবরণ করেন।