"আইইএলটিএস রাইটিং বুক - টাস্ক ১ এন্ড ২ (একাডেমিক এন্ড জেনারেল ট্রেইনিং)"বইটির উপস্থাপনা: MENTORS’বরাবরই সঠিক নির্দেশনা ও উপযুক্ত পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদেরকে IELTS Exam এর জন্য সফলভাবে তৈরী করে আসছে। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়ােজন বিবেচনা করে MENTORS' IELTS Writing বইটি বের করার উদ্যোগ নেয়া হয়েছে। বইটিতে Wrtiting এর অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। Reading এবং Writing হচ্ছে একে অন্যের পরিপূরক, শিক্ষার্থী যত বেশী পড়বে তত ভালাে লিখতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রতি অনুরােধ, যত পারবেন পড়া ও লেখার অভ্যাস করবেন। এটা সামগ্রিকভাবে আপনার IELTS পরীক্ষা ছাড়াও উচ্চ ও অন্যান্য প্রতিযােগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী এবং চাকুরীর আবেদনকারীদের ইংরেজী শিক্ষায়ও এই বইটি যথেষ্ট উপকারে আসবে। বইটিতে 100 Essay Real Writing Task 2 Questions এবং কিছু Solution দেওয়া আছে যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে কাজে লাগবে। বইটি শিক্ষার্থীদের উপকারে লাগলে আমাদের অক্লান্ত পরিশ্রম সার্থক হবে। শিক্ষার্থীদের যে কোন Suggestion, Advice আমরা সানন্দে গ্রহণ করবাে। বই এর কোন ব্যাপারে আলােচনা করার প্রয়ােজন মনে হলে আমাদের অফিসে আপনাদের স্বাগত জানাচ্ছি।
Title
আইইএলটিএস রাইটিং বুক টাস্ক ১ এন্ড ২ (একাডেমিক এন্ড জেনারেল ট্রেইনিং)