শেষ ফ্ল্যাপ এর লেখা: দেশকাল এবং সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন ভাষার নাটক, নাট্য সাহিত্য নিয়ে আলোচনা বোধ করি সর্ব প্রথম সমৃদ্ধ হল অধ্যাপক ড. দিলীপকুমার মিত্র-র হাতে। ভারতীয় ভাষা এবং নাটক এই দুটি বিষয় নিয়ে শ্রী মিত্র দীর্ঘদিন অনুশীলন করছেন- এ তথ্য আমার অজানা নয়। 'আধুনিক' ভারতীয় নাটক' গ্রন্থে ড. মিত্র বিভিন্ন ভারতীয় ভাষার নাটকের বিকাশের ধারা নানা তথ্য সহযোগে বিবৃত করেছেন এবং প্রায়শই বাংলা নাটকের সঙ্গে তার সম্পর্ক নির্ণয়ে যত্ন নিয়েছেন, মূল্যবান নাট্যগ্রন্থ ও প্রযোজনার অনেকগুলি দুর্লভ ফটো চিত্রও মুদ্রিত করেছেন-যেটা উপরি পাওনা। ভারতীয় বিভিন্ন ভাষার চর্চায় তার বৈশিষ্ট্য মূলত নাট্যচর্চার মাধ্যমে উঠে এসেছে-এটা ড. মিত্র-র শ্রম ও পাণ্ডিত্যের পরিচয় বহন করে।। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি কথা অবশ্যই উল্লেখ্য-Indian Literature is one though written in different languages, বস্তুত নাট্যসাহিত্য তাই-ই। অধ্যাপক ড. দিলীপকুমার মিত্র তাঁর এই বৃহদায়তন গ্রন্থে আমাদের অনেক অপ্রাপ্তির তালিকার মধ্যে একটি মূল্যবান প্রাপ্তি ঘটালেন। তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কুমার রায়