"প্রাণ মন আত্মা" বইয়ের পিছনের কভারের লেখা: মানবজীবনের একটি বড় প্রশ্ন—প্রাণ, মন আত্মার উদ্ভব কি ভাবে এবং কেন? আরও বড় প্রশ্ন—স্থূলদেহের মৃত্যুর পর কিছু থাকে কি-না। এ ক্ষেত্রে মরমিয়া সাধকেরা তাদের সূক্ষ্ম দৃষ্টি নিয়ে যা লক্ষ্য করেছেন স্থূলবুদ্ধি লােকেদের কাছে তা বিশ্বাস্য নয়। আবার মৃত্যুতেই সব হারিয়ে যায় এমন বিশ্বাস করতেও তাদের বাধে। অস্তিত্বের সম্পূর্ণ বিনাশ হয় এমন ভাবতেও কেমন অস্বস্তি হয়, এ বিষয়ে | সাধারণ মানুষের জ্ঞানের মধ্যে স্পষ্ট জবাব মেলে এমন কোন পঁথি-পুস্তকও তাদের জানা নেই। অথচ অনন্ত প্রাণ, মন ও আত্মিক প্রবাহের ইঙ্গিত অত্যাধুনিক বিজ্ঞানও দিয়েছে। সেই সংবাদটুকু সাধারণ্যে এনে দেবার জন্য তেমন প্রয়াস নেই। লেখক বর্তমান গ্রন্থে বিজ্ঞানের সাহায্যেই যথার্থ সত্যটুকু ধরিয়ে দিয়েছেন। সন্দেহাতীত ভাবে ধরিয়ে দিয়েছেন যে,মরমিয়া দর্শনে ও বস্ত্র-বিজ্ঞানে আজ আর কোন ফারাক নেই। বহু অজ্ঞাত তথ্যের সম্ভার সাজিয়ে সাধক-লেখক নিগূঢ়ানন্দ নতুন উপহার দিয়েছেন সত্যান্বেষী পাঠকদের। যাঁদের বিশ্বাস নেই তারা নতুন করে ভাবতে বাধ্য হবেন এ বিষয়ে। আর যাঁদের বিশ্বাস আছে সেই বিশ্বাসকে দৃঢ়তর করার জন্য বস্তু-বিজ্ঞানেরই নানা চমকপ্রদ তথ্য পাবেন তারা।