শনিবার বিকেলে পশুখামারের পরিচালক বিলি বাক গত বছরের খড়কুটোগুলো ওলোটপালোট করে নেড়ে তারের বেড়ার উপর দিয়ে খামারের পশুগুলোর মুখের উপর ধরল। দূর আকাশে ধোঁয়ার মতো মেঘের টুকরোগুলো আস্তে আস্তে জমাট বেধে মার্চের বাতাসে ভর করে ক্রমশই পূর্ব দিকে জমা হচ্ছিল। পাহাড়ের চূড়ায় ঝোপের মাথায় বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছে। নিচে অবশ্য বাতাসের তেমন তীব্রতা উপলব্ধি করা যাচ্ছে না। জোডি নামের ছোট ছেলেটি একটুকরো রুটি আর মাখন খেতে খেতে বাড়ি থেকে বের হয়ে আসল। দেখল বিলি খড় ঝাড়ার কাজে ব্যস্ত। মাটির উপর জুতো ঘষতে ঘষতে হাঁটতে লাগল জোডি। কেউ-একজন তাকে বলেছিল এভাবে হাঁটলে ভালো চামড়ার জুতোও নষ্ট হয়ে যায়। জোডির সাড়া পেয়ে একঝাঁক সাদা পায়রা সাইপ্রেস গাছ থেকে উড়ে গেল। কিছুক্ষণ চক্রাকারে ঘুরে আবার গাছটার উপর এসে বসল। খামারবাড়ির বারান্দা থেকে একটা বেড়াল লাফ দিয়ে বের হয়ে আসল। বেশ উল্লাসে ছুটতে লাগল বেড়ালটা। বেড়ালটার সাথে একটু খেলা করার জন্য জোডি হাতে একটা মাটির ঢেলা নিল। কিন্তু ততক্ষণে বেড়ালটা আবার বারান্দায় উঠে পড়েছে। কিছু না-করে সে ঢেলাটা গাছের দিকে ছুড়ে মারল। সাদা পায়রাগুলো তখন আবার চক্রাকারে গাছের উপর উড়তে লাগল।
Rafiq Hariri রফিক হারিরি কাজ করছেন ছোটগল্প ও উপন্যাস নিয়ে। শিশু সাহিত্যের প্রতি রয়েছে প্রবল ঝোক । সাহিত্যের বিশ্বায়ন বা বিশ্ব সাহিত্যের প্রতি আগ্রহ নিয়ে কাজ শুরু করেছেন অনুবাদে। অনুবাদ করেছেন আধুনিক তুকী কবিতা, আধুনিক আরবী কবিতা। "কৈলাশপুরের হাটে” শিরোনামের প্রকাশিত হয়েছে ছোট গল্পগ্রন্থ। বের হয়েছে উপন্যাস ‘পাস্থজন”। ’মোবাইল দৈত্য’ ও ‘মেছােভূত গেছােভূত' নামে প্রকাশিত হয়েছে শিশুতোষ গল্পগ্রন্থ। রফিক হারিরি’র জন্ম ঢাকার নয়াটােলা। পূর্ব পুরুষের আদিবাসী নারায়ণগঞ্জের দয়াকান্দা গ্রামে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগ থেকে। ‘আধুনিক আরবি গদ্য ও তার শিল্পরূপ’ শীর্ষক বিষয়ে উচ্চতর গবেষণা (এম. ফিল) করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ।