"স্কটল্যাণ্ড ইয়ার্ড" বইয়ের শুরুর কথা: স্কটল্যান্ড ইয়ার্ডের গােয়েন্দাদের খ্যাতি বিশ্বজোড়া। বিলিতি গােয়েন্দা উপন্যাসের পাতায় পাতায় তাদের অদ্ভুত ও প্রায় অবিশ্বাস্য কীর্তি কাহিনী সময় সময় তাদের সম্বন্ধে এমন ধারণার সৃষ্টি করে যেন তারা সত্যিই কোনও অলৌকিক শক্তির অধিকারী কিন্তু বাস্তবিক তা নয়। লৌকিক শক্তির সুষ্ঠু, সঠিক ও সার্বিক ব্যবহারই আজ এই প্রতিষ্ঠানকে বিশ্ব পুলিশ বাহিনীর তীর্থক্ষেত্রে পরিণত করেছে। ওদের নামে আজও বিশ্বের সেরা ক্রিমিন্যালদের কালাে হাতগুলাে কেঁপে ওঠে, দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে তাদের কপালে। এই বইখানির মাধ্যমে সেই স্কটল্যান্ড ইয়ার্ডকেই বাঙালি পাঠকের সামনে হাজির করতে চেষ্টা করেছি। তাদের সফলতা-বিফলতার আশ্চর্য সব কাহিনীর আলাে-অন্ধকারে পাঠকবর্গের সামনে মেলে ধরতে চেষ্টা করেছি। তাদের স্বরূপ স্কটল্যান্ড ইয়ার্ডের শত শত বছরের ইতিহাসই শুধু নয়, সেই সঙ্গে বিশ্ববিখ্যাত তথা কুখ্যাত অপরাধের লােমহর্ষক কাহিনীর মাধ্যমেই পাঠকবর্গ বিচার করবেন ইয়ার্ড-গােয়েন্দাদের কর্মদক্ষতা। মামুলি গােয়েন্দা উপন্যাসের কাহিনীর চাইতে অনেক বেশি চমকপ্রদ এই ঘটনাগুলি একদিন সত্যিই ঘটেছিল বিলেতের মাটিতে।