আমি রিনা সেন। আপনারা কি আমাকে চেনেন? না, না, আপনারা কী করে আমাকে চিনবেন। মাঝে মাঝে তো আমারই মনে প্রশ্ন জাগে—আমি কি আমাকে চিনি? সত্যি বলছি, ঠিক বুঝতে পারি না। কখনও কখনও হঠাৎ মনের রং এমন বদলে যায় যে তখন যেন আমি আর রিনা সেন থাকি না। আমার জীবনে বাবার চাইতে মা আর ঠাম্মার প্রভাব অনেক বেশি। যে মেয়ে কাবেরী সেনের নাতনি ও গঙ্গা দেবীর মেয়ে, সে কী করে এমন বদলে যায় ? ঠাম্মা ঠিকই বলতেন— মানুষের মন কুমোরের চাক পলকে দেয় আঠারো পাক বয়স, অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব মানুষই বদলে যায়, বদলে যাবেই। শৈশবের প্রয়োজন বদলে যায় কৈশোরে কিন্তু তাও দীর্ঘস্থায়ী হয় না । যৌবনে নতুন স্বপ্ন, নতুন প্রয়োজন, নতুন দাবি তাকে আবার বদলে দেয় । আমরা সবাই বদলে যাই প্রৌঢ়ত্বে ও বার্ধক্যে। প্রকৃতির ঋতু পরিবর্তনের মতো একই মানুষ কত বদলে যায় নানা বয়সে, নানা সময়ে ৷ আমি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। কর্মস্থল ব্যাঙ্গালোর। আমার বাবা বাঙালি, মা ইংরেজ মহিলা কিন্তু আমি ষোলোআনা বাঙালি । তার অবশ্য কারণ আছে। আমার মা ইয়র্কশায়ার ডেলের মেয়ে। লন্ডন থেকে সোজা উত্তরের দিকে এডিনবার্গ যাবার পথে নিউক্যাসল-এর বেশ খানিকটা আগেই হচ্ছে ইয়র্ক। ইয়র্কশায়ারের কেন্দ্রবিন্দু। ইংল্যান্ডের এই বিখ্যাত শহরটি ইংল্যান্ডের কোনও রাজা- রানি তৈরি করেননি ; রোমানরাই এই শহর গড়ে তোলে সম্রাট নিরোর মৃত্যুর তিন বছর পর।
বাংলা সাহিত্যের এই খ্যাতিমান ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য ১৯৩১ সালের ১০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। নিমাই ভট্টাচার্য বাংলাদেশের বগুড়া জেলার কালীতলার বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা দীপ্তি ভট্টাচার্যকে বিবাহ করেন। কলকাতার টালিগঞ্জের শাশমল রোডের বাসায় বসবাস করতেন তিনি। শিক্ষাজীবন: নির্মম অদৃষ্ট সাড়ে তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। পিতার সীমিত আয়ে অকল্পনীয় দুঃখ কষ্ট অভাব অভিযোগের মধ্যে ভর্তি হলেন কলকাতা কর্পোরেশন ফ্রি স্কুলে। কলকাতা রিপন স্কুলে কিছুদিন তিনি পড়াশুনা করার পর যশোরে ফিরে আসেন। ১৯৪১ সালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে চতুর্থ শেণীতে ভর্তি হন এবং নবম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশুনা করেন। তাঁর পিতা সুরেন্দ্রনাথ বাবুও এক সময় সম্মিলনী ইনস্টিটিউশনের ছাত্র ও পরবর্তীতে শিক্ষক ছিলেন। দেশ বিভাগের পর নিমাই ভট্টাচার্য পিতার সঙ্গে কলকাতায় চলে যান এবং পুনরায় কলকাতায় রিপন স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি কলকাতা রিপন কলেজে ভর্তি হন এবং রিপন কলেজ থেকে আই. এ পাশ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২ সালে তিনি বি. এ পাশ করেন। সাংবাদিকতার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু প্রথম অবস্থায় সেখানেও তিনি ভাগ্যের বিড়ম্বনার স্বীকার হন। নিমাই ভট্টাচার্যের সাহিত্য চিন্তা তাঁর জীবনচর্চার একান্ত অনুগামী হয়ে দেখা দিয়েছে। ১৯৬৩ সালে তাঁর লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সাহিত্যামোদীদের নিকট ব্যাপক প্রশংসা অর্জন করে। পরবর্তীকালে ‘রাজধানী নৈপথ্য’ রিপোর্টার. ভি. আই. পি এবং পার্লামেন্ট স্টীট নামক চারখানি উপন্যাস ঐ একই পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সাংবাদিকতার পাশাপাশি নিমাই ভট্টাচার্য পূর্ণোদ্যমে আরো আরো উপন্যাস লেখা শুরু করেন। ‘মেমসাহেব’, ‘ডিপেস্নাম্যাট’, ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘ইনকিলাব’, ‘ব্যাচেলার’, ‘ইমনক্যলাণ’, ‘ডিফেন্স’, ‘কলোনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘কেরানী’, ‘ভায়া ডালহৌসী’, ‘হকার্স কর্নার’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘নিমন্ত্রণ’, ‘নাচনী’, ‘অ্যাংলো ইন্ডিয়ান’, ‘ডার্লিং’, ‘ম্যাডাম’, ‘ওয়ান আপ-টু-ডাউন’, ‘গোধুলিয়া’, ‘প্রিয়বরেষু’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘মোগল সরাই জংশন’, ‘ইওর অনার’, ‘ককটেল’, ‘অনুরোধের আসর’, ‘যৌবন নিকুঞ্জে’, ‘শেষ পরানির কড়ি’, ‘হরেকৃষ্ণ জুয়েলার্স’, ‘পথের শেষে’ প্রভৃতি প্রকাশিত উপন্যাসগুলি উল্লেখযোগ্য। নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাসগুলোতে বিষয়গত বৈচিত্র্যতার ছাপ প্রস্ফূটিত হয়ে উঠেছে।