প্রথমেই পাঠকদের কাছে বায়রন ঘাউসের পরিচয় করিয়ে দেওয়া দরকার। বাংলা সাহিত্যে বায়রন ঘাউস একেবারে অজানা, অপরিচিত চরিত্র নয়। কলকাতার বালীগঞ্জ এলাকার বীরেন ঘোষ, পাড়ার বহ, বিবাহিতা ও অবিবাহিতা নারীর হৃদয়কে জয় করে বোম্বাইতে এসে যখন পৌঁছল তখন শুধু তার নামের পরিবর্তন হল না, কাজের রীতি-নীতির ধারা পালটাল। বোম্বাইতে তার নাম হল বায়রন ঘাউস, ‘প্রাইভেট ডিটেকটিভ ও ইনভেস্টিগেটর।' তার এই কাজটি ছিল সত্যের সন্ধান করা এবং মাকড়সার জাল ভেদ করে গোপন তথ্য এবং রহস্যর উদঘাটন করা। সংক্ষেপে বলা যায় ‘বায়রন ঘাউস' হলেন 'ডিটেকটিভ, অ্যান্ড ইনভেস্টিগেটর।' কিছুদিনের মধ্যে বায়রন ঘাউস একাজে হাত পাকাল । প্রথমে সে ছোটখাটো ডিভোর্সের কেসের তদন্তের কাজ করত ৷ তারপর শব্দ করল ইন্সিওরেন্স কোম্পানির ইনভেস্টিগেশনের কাজ । কোন খদ্দের যদি মোটা টাকা ইন্সিওরেন্স কোম্পানির কাছে দাবী করত, তবে সেই দাবী উচিত কি অনুচিত তার অনুসন্ধান করা এবং সত্যি, মিথ্যা যাচাই করা ছিল বায়রন ঘাউসের কাজ। বোম্বাই, দিল্লি এবং কলকাতার অনেক ইন্সিওরেন্স কোম্পানি বায়রন ঘাউসের কাছে তাদের কেসের
জন্ম: ১৯২৪ - মৃত্যু: ৫ ফেব্রুয়ারি ১৯৯৫ বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক। তিনি বিক্রমাদিত্য ছদ্মনামে বই লিখতেন। অশোক গুপ্ত ঢাকায় পড়াশোনা করেছেন। কিছুদিন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় সাংবাদিকতা করেছেন। তারপর ফরেন সার্ভিস পাস করে চাকরিতে যোগ দেন। অবসর গ্রহণের সময় প্যারিসের দূতাবাসে কর্মরত ছিলেন। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ : গ্রেট গ্যাম্বলার, ইনফরমার, মাকড়সার জাল, মার্ডার অ্যাট মিড নাইট, অপারেশন সার্চ লাইট, বেইমান, ডেডবডি, স্পাই, স্মাগলার, সিক্রেট এজেন্ট, স্পাই গেম, ব্যাংক রবারি, কল গার্ল স্পাই, দূতাবাসের ইতিকথা, স্বাধীনতার অজানা কথা ছোটদের জন্য তাঁর কয়েকটি গ্রন্থ: ফতেনগরের লড়াই, অডিসিয়াস