প্রস্তাবনা নানা কারণে এই গ্রন্থকে পূর্বোক্ত ভাষণের গ্রন্থবদ্ধ রূপ হিসেবে গ্রহণ করা যাবে না। শুধু-যে প্রচুর পরিবর্ধনের ফলে আয়তন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তা-ই নয়, অনেক পরিবর্তনও ঘটেছে এবং অনেক স্থলে বক্তব্যেরও মৌলিক বদল ঘটেছে। এ-ক্ষেত্রে, নামের অভিন্নতা বা মূল বিষয়ের কিছু মিল সত্ত্বেও, এটিকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রন্থ বলে’ স্বীকার ক'রে নেওয়াই আমার পক্ষে সঙ্গত হবে। গ্রন্থের বিষয়বস্তু কিছু পরিচয় নামের মধ্যেই মিলবে। সাহিত্যসমালোচনার ক্ষেত্রে বাংলাসাহিত্যের দুটি নামই বিশেষভাবে স্মরণীয়: বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ। এ-কথা সাহিত্যত্ত্ব এবং ব্যবহারিক সমালোচনা—সাহিত্যসমালোচনার এই দুই শাখার সম্পর্কেই সমানভাবে সত্য। প্রথমত, সাহিত্যসমালোচনার উক্ত দুই শাখায় এই দুই দিপালের কৃতিত্বের পরিচয়, দ্বিতীয়ত, এঁদের দুজনের ক্ষেত্রেই এঁদের নিজের-নিজের সাহিত্যতত্ত্ব এবং ব্যবহারিক সমালোচনার মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তার স্বরূপ সন্ধান এবং তৃতীয়ত, সাহিত্যসমালোচনার ক্ষেত্রে এঁদের দুজনের দানের তুলনামূলক সমীক্ষা—এই তিন দিককে মিলিয়ে বর্তমান গ্রন্থের বিষয়বস্তুর পরিধি।