পরিবেশ সংকট নিয়ে আজকাল সকলেই উদ্বিগ্ন। জল, বায়ু বা ভূমি সর্বত্রই পরিবেশ-অবক্ষয়ের চিহ্ন প্রকট। এ কারণে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশ ভাবিত হয়ে পড়েছি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশের সমস্যাগুলাে চিহ্নিত করার পাশাপাশি সেগুলাে সমাধানের প্রচেষ্টাও আছে। প্রতিটি ব্যক্তিই পরিবেশের সমস্যা সম্পর্কে কমবেশি অবহিত থাকতে চান। সে সমস্যাগুলাে সমাধানের প্রচেষ্টায় তার অংশগ্রহণের ব্যাপারটি প্রয়ােজনীয় তাতে সন্দেহ নেই। পরিবেশ-সচেতনতা ও পরিবেশ-স্বাক্ষরতা পরিবেশ সংরক্ষণের প্রধান শর্ত। পরিবেশসংক্রান্ত বহুল আলােচিত বা গুরুত্বপূর্ণ সমস্যাগুলােকে একত্রে সংকলিত করার উদ্দেশ্য থেকে এ গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। এতে আছে ৯০০-র অধিক ভুক্তি, যাতে পরিবেশসংক্রান্ত বিষয়গুলাে মােটামুটিভাবে স্থান পেয়েছে। যেমন : কীভাবে মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশে-সমস্যা সৃষ্টি হয়, গ্রীন হাউস প্রতিক্রিয়ার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বা মিথেনের ভূমিকা কী, কীভাবে বায়ুমণ্ডলে সেগুলাের পরিমাণ বাড়ে, জীববৈচিত্র্য কেন গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিপন্ন প্রজাতির রক্ষায় কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা কী করা উচিত এমন ভুক্তির পাশাপাশি বাঁধের ন্যায় স্থাপনা থেকে কী সমস্যা হয়, চাষের ক্ষেত্রে বালাইনাশক কেন ক্ষতিকর ও সেগুলাের ব্যবহারে কী ধরনের সতর্কতা প্রয়ােজন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা কেন পরিবেশের দিক থেকে গ্রহণযােগ্য ইত্যাদি বিভিন্ন বিষয় এতে বর্ণিত হয়েছে। চেরনােবিল, টোকাইমুরা, থ্রি মাইল আইল্যান্ড ইত্যাদি স্থানে সংঘটিত পারমাণবিক দুর্ঘটনা, কিংবা এক্সন ভান্ডেজের তেল নিঃসরণ পরিবেশে যে বিপর্যয় ঘটিয়েছিল তার বিবরণও এতে আছে।
মােহাম্মদ হুমায়ুন কবীর একজন পেশাদার চিত্র গ্রাহক। তিনি বাংলাদেশ টেলিভিশন-এর একজন দক্ষ চিত্রগ্রাহক হিসাবে নিজ গুণে প্রতিষ্ঠিত, বিদগ্ধ বিদ্বজন। ক্যামেরার পেছনে যিনি থাকেন-তিনি নিজেকে আড়ালেই রাখেন। কবীর যেন আরাে বেশী আড়ালের, আরাে বেশী নেপথ্যের। কিন্তু তার বিদগ্ধতা তাকে যেন দগ্ধ করে-অন্যের মূঢ়তায়। যখন দেখেন ক্যামেরা কৌশল যথার্থ না জানায় কত অসাধারণ মুহূর্তের ধারণ যথার্থ হয় না-অনেক সম্ভাবনাময় দৃশ্যধারণ অপাংক্তেয় হয়ে যায় । তিনি তাগিদ অনুভব করলেন-ক্যামেরার পেছনের মানুষের প্রায়ােগিক জ্ঞান বাড়াতে হবে। এই তাড়না থেকেই সাবলিল ভাষায় সহজ কথায় তাঁর এই রচনা। ক্যামেরা কৌশল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বেশ কাজে লাগবে । মােহাম্মদ হুমায়ুন কবীরের জন্ম ৮ জানুয়ারি ১৯৬২ টাংগাইলের এক গ্রামে। তার প্রথম প্রকাশিত গ্রন্থ স্বাধিকার আন্দোলন এবং শামসুল হক।