চল্লিশের দশকের একেবারে শেষপ্রান্তে বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন নিতান্ত কিশোরী বয়সে শুরু করেছিলেন তাঁর সাহিত্যিক যাত্রা। ঢাকার 'যুগের দাবী' পত্রিকায় রচনা প্রকাশের মধ্য দিয়ে লেখক হিশেবে যাত্রা শুরু। সেই সময় থেকে অবিরল ও ধারাবাহিকভাবে তিনি সৃষ্টিশীল। বাংলা সাহিত্য চর্চায় সাতচল্লিশোত্তর ঢাকাকেন্দ্রিক যে ধারার সূচনা তাকে যে দু-একজন নিরলস কথাসাহিত্যিক ক্রমাগত পুষ্ট করে তুলেছেন রাবেয়া খাতুন তাঁদের অন্যতম। সমসাময়িক লেখকদের মধ্যে তাঁর মতো এতটা সক্রিয় ও নিবিষ্ট লেখক দু-একজনের বেশি পাওয়া যাবে না। ষাট বছরেরও বেশি সময় ধরে সক্রিয় বলে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যাও উল্লেখ করার মতো। পঞ্চাশটিরও বেশি উপন্যাসের এই রচয়িতা ঔপন্যাসিক হিশেবেই হয়তো বেশি পরিচিত। অন্যদিকে তাঁর রচিত ছোটগল্পের সংখ্যা চারশো পেরিয়ে গেছে। এমনটি বিবেচনায় নিলে তাঁকে প্রধানত গল্পকার হিশেবেই চিহ্নিত করা যাবে। আবার যদি বলি ভ্রমণসাহিত্যের লেখক হিশেবেও তিনি রয়েছেন সকলের আগে তাহলেও দ্বিমত করবার অবকাশ থাকবে না। বাংলাদেশের সাহিত্যের অঙ্গনে সৃষ্টিশীল অনুপ্রেরণায় রচিত তাঁর ভ্রমণসাহিত্যের কথা সংখ্যাপ্রাচুর্য ও স্বাতন্ত্র্যের কারণে আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। এদিকে তিনি সামনের সারিতেই থাকেন শিশুসাহিত্যের স্রষ্টা হিশেবেও। স্মৃতিকথামূলক রচনাও পরিমাণে কম নয়।
Ahamad Mazher জন্ম : ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়। শিক্ষা : ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এস এস। সি, শহীদ সোহরাওয়াদী কলেজ থেকে ১৯৮০ সালে এইচ এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর। ছোটদের জন্য গল্প কবিতা ও প্ৰবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি ও সমালোচনা লিখছেন। অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। রচিতঅনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা ষাটের অধিক। শিক্ষা ও সংস্কৃতিধর্ম প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন। বর্তমানে চ্যানেল আই-এ কর্মরত। এছাড়াও বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন।