"প্যারিসের পথে পথে" বইয়ের ফ্ল্যাপের লেখা: এ গ্রন্থে ভ্রমণ বিষয়ক বর্ণনার সাথে লেখকের কথায় উঠে এসেছে দুটি দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার নানাবিধ অনুষঙ্গ। গ্রন্থটির নাম প্যারিসের পথে পথে হলেও ভ্রমণ লব্ধ অভিজ্ঞতার আলােকে বেলজিয়াম এবং ব্রাসেলসের উপরও আলােকপাত করা হয়েছে। এ ভ্রমণ কাহিনি রচনার ক্ষেত্রে লেখক গতানুগতিক ধারা বিবরণীতে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি। ইতিহাস-ঐতিহ্যের নানা প্রপঞ্চকে প্রাসঙ্গিকভাবে সম্পৃক্ত করে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। চলতি পথে বাহ্যিকভাবে যা কিছু দেখেছেন এবং উপলব্ধি করেছেন তারই আলােকে লিখতে গিয়ে সার্বিক দিকের উপরও আলােকপাত করেছেন। এ কারণে এ ভ্রমণ কাহিনি একদিকে যেমন ঘটনা প্রবাহে ভরপুর অন্যদিকে তেমনি যথার্থভাবেই তথ্যবহুল। এ গ্রন্থে প্যারিসের আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, সেইন নদী, শহরের মেট্রো ব্যবস্থাসহ ফরাসি জাতির নানা পর্যায়ের আন্দোলন সংগ্রামের উপরও প্রসঙ্গক্রমে দৃপাত করা হয়েছে। একই সাথে ব্রাসেলসের অটোমিয়ামসহ ঐতিহাসিক নানা স্থাপনার সাথে ওই দেশের জাতিসত্তা বিকাশের বিভিন্ন অধ্যায়ের উপর করা হয়েছে যথার্থভাবে দৃষ্টিপাত। গ্রন্থটি পাঠ করে সদাশয় পাঠক সমাজ প্যারিস ও বেলজিয়ামের বহুবিদ বিষয় সম্পর্কে অবহিত হতে সক্ষম হবেন। সে সাথে ফরাসি এবং বেলজিয়ামের জাতিসত্তা বিনির্মাণ ও আর্থ-সামাজিক রাজনৈতিক অগ্রগতি সম্পর্কেও লাভ করতে পারবেন সম্যক ধারণা।
জন্ম এবং শৈশব-কৈশোর কেটেছে উত্তরবঙ্গের লালমনিরহাট শহরে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বোন। স্ত্রী জেসমীন আরা, তিন কন্যা; তূর্ণা, অরণ্যা এবং পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। বই পড়া ও আড্ডা দেওয়া প্রধান শখ। ছড়া ও কবিতা লেখা মূল প্রতিপাদ্য হলেও পরিবেশ, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, অনুবাদ এবং শিশুতোষের ক্ষেত্রেও লেখার পরিধি বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস। বর্তমানে চাকরিতে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ : কবিতা : শেষান্তে কিছুই হয় না আর, বদ্বীপের বেদনা, তাই যদি হবে, একটি সুন্দর রাতের জন্মদিন, সূর্যহীন তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, কবিতায় কবি ছয়, আবৃত্তির কবিতা। ছড়া : পৌষী যাবে রেলগাড়িতে, প্রথম ছড়ার বই, এক শালিকে দুঃখ বাড়ায়, বউ কথা কও ডাকে পাখি, একটি ছোট ঘুড়ি, মেঘ মাদুরে সূর্য ঘুমায়, বিষ্টি ঝরা মিষ্টি ছড়া, সাদা পাতা লাল কবিতা, ডৎড়হম তামাশা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ছড়ায় ছড়ায় পরিবেশ, আমার শত ছড়া কবিতা, একুশ ও একাত্তরের ছড়া, রাঙ্গা ঠোঁটে ফোটে ফুল।