“গুপ্তগোষ্ঠী ফ্রিম্যাসনারি’র কথা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ফ্রিম্যাসনারি, ইলুমিনেতি, স্কাল এন্ড বােনস, বােহেমিয়ান গ্রুভ, মধ্যযুগের রক্তপিপাসু ঘৃণ্য নাইট টেম্পলার কিংবা জিওনিজম সম্পর্কিত আরাে কিছু অনুসঙ্গ সৃষ্টির আদিকাল থেকেই আগ্রহী পাঠক আর জ্ঞানপিপাসুদের কাছে অজানা। উদ্দীপনা, অস্বাভাবিকতা আর ভিন্নমাত্রার শিহরণ জাগানাের ইতিবৃত্ত । আজ থেকে প্রায় হাজার তিনেক বছর আগের কথা। মরতে হয়েছিলাে হিরাম আবিফকে। বড়ই নির্মম। সেই মৃত্যু। পেটে ছােরাবিদ্ধ অবস্থায় শেকলের নির্মম প্রহার আর গরম শিকের ছ্যাকায় বিধ্বস্ত হতে হয় তাকে। হিরাম। আবিফ জীবন দিয়ে প্রমাণ করে গেছেন গুপ্তবুদ্ধির চর্চা। কতটা যন্ত্রণার কিন্তু গৌরবের। স্থপতি হিরাম আবিফের। কাছে ছিলাে সলােমন টেম্পলের গােপন নকশা যার জন্য তিনি জীবন দিয়েছেন কিন্তু গােপনীয়তা ফাঁস করেননি । এরপর বিভিন্ন বিষয়ে পর্দার আড়ালে সক্রিয় হতে দেখা। গেছে একটি কুচক্রী গােষ্ঠীকে। যুগের সাথে তাল মেলাতে। গিয়ে বার বার ক্যালেন্ডারের পাতায় পরিবর্তন আসলেও। ইতিহাস আর বাস্তব কর্মকাণ্ড মিলেমিশে একাকার হয়ে। তারা রয়ে গেছে সেই হিংস্র আদিমতা আর বিভিন্ন কুসংস্কারের সাথেই। তাই তাদের কর্মকাণ্ড ও কৃত্যনির্ভর নানা আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে জন্ম নিয়েছে রহস্য, রােমাঞ্চ আর অ্যাডভেঞ্চার। আগ্রহী পাঠক যেমন ফ্রিম্যাসনদের সম্পর্কে কোনাে তথ্য পেলে গােগ্রাসে তা আত্মস্থ করতে থাকেন, তেমনি রহস্যপ্রিয় মানুষের চিন্তায় বার ছন্দপতন ঘটায় এই ‘ফ্রিম্যাসন’ শব্দটি । কিছু রাজমিস্ত্রি। আর একজন স্থপতিকে ঘিরে সৃষ্টি হওয়া এই কাহিনী চিন্তাশক্তিকে আন্দোলিত করে। ফ্রিম্যাসন সম্পর্কিত নানা তথ্য আমাদের ভাবনাগুলােকে এনে থমকে দেয় এক গহীন রহস্যময়তায় যা পাঠককে বিষয়টির প্রতি অনেক বেশি। আগ্রহী করেছে। এমনি রহস্যজনক কিছু বিষয়ের সহজ, সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় গ্রন্থটি হয়ে উঠেছে প্রিয়। মাতৃভাষা বাংলায় কিংবদন্তীর গুপ্তগােষ্ঠী ফ্রিম্যাসনারি সম্পর্কিত প্রথম পাঠ।
Dr. Md. Adnan Arif Salim বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলে ইতিহাসের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। জন্ম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে। লিখছেন ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে।