নেতা কে বা কী-এ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এ প্রসঙ্গটি স্পষ্ট করতেই বর্তমান গ্রন্থের অবতারণা। যিনি রাষ্ট্রের নেতৃত্ব দেন তিনি রাষ্ট্রনায়ক, যিনি সমাজের নেত্বত্ব দেন তিনি সামাজিক নেতা, যিনি ব্যবসায়ে নেতৃত্ব দেন তিনি ব্যবসায়িক নেতা, আবার যিনি প্রশাসনিক কর্মকা-ে নেতৃত্ব দেন, তিনি প্রশাসনিক নেতা অর্থাৎ রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রেই নেতার প্রয়োজনীয় উপস্থিতি নির্দেশ করে। তাই নেতা বলতে শুধু রাজনৈতিক নেতাকেই বোঝায় না, বিষয়টি অনেক ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। এ ধরনের নেতা ও নেতৃত্বই মানবসমাজের মূল নিয়ামক হিসেবে কাজ করে থাকে। এবিএম নুরুল হক তাঁর এই গ্রন্থটিতে একজন নেতার প্রকৃতি মূল্যায়ন করতে গিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে এনেছেন। সেইসূত্রে উপস্থিত করেছেন মানবসমাজের বিভিন্ন কালের এবং দেশের নেতা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের দৃষ্টান্তসূচক ঘটনা, যা একদিক থেকে শিক্ষণীয় অবশ্যই। তবে এই গ্রন্থটির পরিশিষ্টগুলো পাঠকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে। নেতা ও নেতৃত্বের উপর অসংখ্য বই লেখা হয়েছে, বিশেষ করে ইংরেজি ভাষায়। বাংলা ভাষায়ও দু’চারখানা বই আছে। তাও খুব যুতসই বলে মনে হয় না। একজন নেতার সন্ধানে সেই দিক দিয়ে ঘাটতি মেটাতে পারবে বলে মনে করা যায়। পাঠকসমাজ গ্রন্থটি পড়ে উপকৃত হলে লেখকের শ্রম সার্থক হবে।
A.B.M. Nurul Haq- A.B.M Nurul Haq has been in the insurance more than four decades. Mr. Haq obtained Masters Degree from Dhaka University in 1963. In 1964, he started his career in insurance with Eastern Federal Union Insurance Co. Ltd. He was the founder Company Secretary and Personnel Manager of erstwhile Federal Life & General Insurance Co. Ltd. and Secretary of former Surma Jiban Bima Corporation. Mr. Haq served as General Manager of Jibon Bima Corporation, Managing Director of Northern General Insurance Co. Ltd. Managing Director of Islami Insurance Bangladesh Ltd. Presently, he is the Managing Director of Global Insurance Ltd. Mr. Haq is an internationally reputed and professionally qualified insurance executive of the country. He has received higher training on Insurance in Karachi, Pakistan; Switzerland, Germany and Japan. Mr. Haq has written two popular books on insurance viz, Jiban Bima Bikroy Babosthapana and Islami Insurance (Takaful). Besides, he is a regular contributor on Insurance and other subjects in different local and foreign Journals and dailies.