ছয় বছর আগে, আমার কবিতার মোটামুটি একটা বাছাই-সংগ্রহ গ্রন্থাকারে মুদ্রিত হয়েছিলো শ্রেষ্ঠ কবিতা নামে। তখনই নির্বাচিত প্রেমের কবিতা করারও একটা সুপ্তবাসনা ছিলো মনে, সে-কারণেই কিছু কবিতা আলাদাভাবে রাখা হয়েছিলো। বইটি শেষ-অব্দি প্রণয় সম্ভার নামে আলোতে আসছে। ইতোমধ্যে বেড়েছে নিয়মিত কবিতাগ্রন্থের সংখ্যাও। লেখা হয়েছে এবং পত্রিকান্তরে মুদ্রিতও হয়েছে বিস্তর কবিতা। সবকটি গ্রন্থ থেকে এবং গত দু'বছরে প্রকাশিত হবে হবে করেও যে গ্রন্থগুলো প্রকাশিত হয়নি, ওইসব হবুগ্রন্থেরও কিছু কিছু কবিতা অন্তর্ভুক্ত হয়েছে প্রণয় সম্ভার-এ। এইসব বিচারে, প্রণয় সম্ভার আমার প্রেমের কবিতাগুলোর একটা অসম্পূর্ণ বাছাই-সংগ্রহ। শ্রেষ্ঠ কবিতা যারা পাঠ করেছেন, হয়তো, বিস্মিতই হবেন যে, প্রণয় সম্ভার-এর নব্বইভাগ কবিতাই সেখানে অনুপস্থিত। অথচ সাধারণ একটি ধারণা হলো এই যে, প্রেমের কবিতাগুলোও যে-কোনও কবির শ্রেষ্ঠকবিতার অপরিহার্য অংশ। এই সাধারণ ধারণাটির সাথে দ্বিমত পোষণের অবকাশও খুব কম। তা সত্ত্বেও, আমার প্রেমের কবিতাগুলো শ্রেষ্ঠকবিতা থেকে পৃথক হয়ে যাওয়াটা একটা ঘটনাচক্রের ব্যাপারমাত্র। প্রণয় সম্ভার প্রেমের কবিতা হ'লেও, দীক্ষিত পাঠকমাত্রেই লক্ষ করে দেখবেন, এই কবিতাগুলো আক্ষরিক অর্থে নিছক প্রেমের কবিতা, এমনটি মেনে নেবার কোনও কারণ নেই। সে যাই হোক, এইসব কবিতার আনন্দ-যন্ত্রণা পাঠকমনে কবিতা আস্বাদনের রসসঞ্চার করলেই আমার বাসনা সার্থক। বাকি কথা প্রণম্য পাঠকের ঠোঁটে সমর্পিত।
জন্ম ১৪ জানুয়ারি, ১৯৭০, নাটোর, বাংলাদেশ। শিক্ষা : একযুগ বাল্যগুরু মৌলানা তছলিম উদ্দিন আকন্দর ভাবজগতে বিচরণ; প্রাথমিক, মাধমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১৮ বছরের শিক্ষাজীবনে মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায় শেষে জীবনের পাঠশালায় নিরলহ পাঠরত… পেশা : বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ম ব্যাচের সদস্য, বর্তমানে : সিনিয়র সহকারী সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।