বর্তমান বাংলাদেশে নৈতিক অবক্ষয়ের হার যে পরিমান বেড়ে গেছে তা সত্যি সত্যি উদ্বেগের ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম, শয্যা ত্যাগ করার পর পরই নাস্তা সেরে মক্তবে যাওয়াটা ছিলো বাধ্যতামূলক। সে ধনী পরিবারের সন্তান হোক আর গরীব পরিবারের সন্তান হোক, মক্তবে যাওয়ার ব্যাপারে কোনও পরিবারের দ্বিমত ছিল না। আমি কিংবা আমার থেকে বয়সে কিঞ্চিত ছোট ব্যক্তি মাত্রই যতটুকু আল কোরআন বা সুরা কেরাত শিখেছি তা ওই সময়েরই অবদান। বর্তমান যুগে অন্যদেশের কথা বাদ দিলেও আমাদের এই বাংলাদেশে সাত-সকালে মক্তবে যাওয়ার ব্যাপারটা যেন কৌতুকে পরিণত হয়ে গেছে। এখন আমাদের সন্তানদেরকে সকালে মক্তবে পাঠানোর পরিবর্তে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পাঠাতে বেশি স্বাচ্ছন্দবোধ করি। এর মূল কারণ হলো আমরা নিজেদেরকে উত্তর আধুনিক মনে করি। যারা মক্তব নিয়ে পড়ে থাকে তাদেরকে আমরা মনে করি সেকেলে ধরনের লোক। আমার বিবেচনায় যে হারে সন্তানেরা মক্তব থেকে সরে গেছে, অবক্ষয়ের হার তার থেকে অধিক পরিমানে বেড়ে গেছে। এখন আমরা সবাই শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকি কিন্তু অবক্ষয়ের হাত থেকে পরিত্রাণের কোন চিন্তা করি না। আমার বিবেচনায় এ অবক্ষয়ের মূল কারণ হলো আকাশ সংস্কৃতির অপছায়া, যা ধীরে ধীরে আমাদের বর্তমান সমাজ তথা কোমলমতি শিশু-কিশোরদের মনের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে।