বইটি সম্পর্কে কিছু কথাঃ কোরিয়ান বর্ণমালা বিদেশী ভাষাভাষী মানুষদের জন্য কেরিয়ান ভাষা প্রথম অবস্থায় বেশ কঠিন বলেই মনে হবে। এর প্রধান কারণ এর বর্ণমালা বা এ্যালফাবেট। তবে আধুনিক ভাষা প্রশিক্ষণার্থীরা ভাগ্যবান এই অর্থে যে, এখন আর কোরিয়ায় প্রাচীন হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হয় না। আজ থেকে প্রায় হাজার বছর আগে থেকে কোরিয়ান ভাষা হাঞ্জা নামক চীনা বর্ণমালা দিয়ে লেখা হতাে। কিন্তু পঞ্চদশ শতাব্দিতে কোরিয়ান রাজা সেজং সাধারণ জনগণের কথা চিন্তা করে হাংগুল নামীয় খুব সহজবােধ্য একটি বর্ণমালা প্রনয়ন করেন। এই বর্ণমালা আগের বর্ণমালা থেকে পৃথক তাে বটেই এমনকি অত্যন্ত সহজ পদ্ধতি অনুসরণ করে চিহ্নগুলাে গৃহীত। যার ফলে খােদ কোরিয়ানরা ছাড়াও বিভিন্ন বিদেশী ভাষাবিদরাও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। বিংশ শতাব্দীতে এসে এই বর্ণমালা সরকারীভাবে স্বীকৃত হয়। অসংখ্য ভাষাবিদের মতে, হাংগুল বর্ণমালা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিন্তু সহজবােধ্য বর্ণমালা। কারণ, এই বর্ণমালায় অক্ষর বা চিহ্নের সংখ্যা একেবারে কম। যেগুলাে আছে সেগুলাে মনে রাখার জন্য বেশ সহজ। একজন বিদেশীর কাছে কোরিয়ান বর্ণমালা কয়েকটি লাইন বা বৃত্তের আকারে মনে হতে পারে। এই অক্ষরের শুরু এবং শেষ কোথায় তা নিয়েও অনেকের মনে সংশয় দেখা দিতে পারে। আদতে এটা দেখতে যতটা কঠিন, পড়তে ৰা লিখতে তার চেয়েও অনেক সহজ। কারণ, অনেকসময় দেখা গেছে একটি সিম্বল বা প্রতীক অক্ষর ব্যবহার করে একটি শব্দের প্রয়ােগ দেখানাে যেতে পারে। মূলত কোরিয়ান বর্ণমালায় বিশ্বের বেশিরভাগ বর্ণমালার মত স্বর বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে।
Title
৩০ দিনে শিখুন আধুনিক পদ্ধতিতে কোরিয়ান ভাষা - কোরিয়ান ভাষা