ভূমিকা আমাদের সম্পাদিত ভাগবতপুরাণের অনেকগুলি সংস্করণই পূর্বে প্রকাশিত হইয়াছে। ভগবানের অসীম অনুগ্রহ যে আমাদের প্রকাশিত ভাগবতপুরাণ বাঙ্গালীর ঘরে ঘরে স্থান লাভ করিয়াছে। বর্ত্তমান সংস্করণে মূল গ্রন্থের অনুসরণে বহু নূতন অধ্যায় পুনর্যোজিত হইল ; এবং কোন কোন অধ্যায়ও আবার নূতনভাবে লিখিত হইল। অনাবশ্যক এবং অপ্রাসঙ্গিক বোধে পূর্বে যে সমুদয় অংশ সংক্ষেপিত করা হইয়াছিল, আলোচ্য সংস্করণে তাহাদেরও পূর্ণাঙ্গ রূপদান করা হইল। তা ছাড়া পরিশেষে অতি সহজ ভাষায় গল্পচ্ছলে ও নানাপ্রকার চিত্রের সাহায্যে ভাগবতপুরাণের সম্পূর্ণ গল্প দেওয়া হইয়াছে। ফলে গ্রন্থের আকৃতি অনেকখানি বৃদ্ধি পাইয়াছে— গ্রন্থ-মূল্যও এই কারণে নামমাত্র বর্দ্ধিত হইল। বর্তমান সংস্করণ প্রস্তুত-ব্যাপারে যাঁহাদের নিকট হইতে অকৃপণ সহায়তা লাভ করিয়াছি :- শ্রীরাধাগোবিন্দ নাথ, শ্রীমাধবদাস সাংখ্যতীর্থ, শ্রীনৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন, শ্রীকৃষ্ণচন্দ্র পণ্ডিত, শ্রীসজনীকান্ত দাস, পণ্ডিত রামরতন সাংখ্যতীর্থ, অধ্যাপক সত্যেন্দ্রনাথ সেন প্রভৃতি। ইঁহাদের সক্রিয় সহায়তায়ই আমরা বাঙ্গালী ভক্তজনমানসে এই ভাগবত-কুসুম ফুটাইয়া তুলিতে সক্ষম হইয়াছি। অতএব এই বিবুধমণ্ডলীর নিকট আমরা চিরকৃতজ্ঞ।