‘স্বপনকুমার ২০টি গোয়েন্দা উপন্যাস-১’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ শ্রীস্বপনকুমার নামটি একসময় ক্ষুদে পড়ুয়াদের। সম্মোহিত করে রেখেছিল। যে পরিমাণ খ্যাতি তাঁর পাওয়ার কথা ততটা তিনি পাননি সম্ভবত সেই সময়ের দুই খ্যাতিমান গোয়েন্দা কাহিনির লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং নীহাররঞ্জন গুপ্তর জন্য। তবে এ কথা স্বীকার করতেই হবে যে, শ্রীস্বপনকুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জী সমকালে শরদিন্দুর ব্যোমকেশ বা নীহাররঞ্জনের কিরীটী রায়ের চেয়ে কম জনপ্রিয় ছিল না। কালক্রমে অবশ্য শ্রীস্বপনকুমারের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছে। যেসব আকর্ষণীয় গোয়েন্দা কাহিনির সিরিজ লিখে শ্রীস্বপনকুমার জনপ্রিয়তা অর্জন করেছেন তার বেশ কয়েকটিই প্রকাশিত হয়েছিল দেব সাহিত্য কুটীর থেকে। সেরকমই একটি অতি জনপ্রিয় সিরিজ ‘বিশ্বচক্র সিরিজ’। এই সিরিজে শ্রীস্বপনকুমার মোট একশোটি ছোট উপন্যাস লিখেছিলেন। তার থেকে মোট কুড়িটি উপন্যাস এই সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর প্রত্যেকটি উপন্যাসই আকর্ষণীয়, একবার শুরু করলে শেষ না করে পারা যায় না, সুতরাং এই গ্রন্থও পাঠকদের কাছে খুব আদরের হবে, নিঃসন্দেহে বলা যায়। একদা শ্রীস্বপনকুমারের যে খ্যাতি ও জনপ্রিয়তা ছিল, আজ তা নেই। কিন্তু একদিন কাহিনি গ্রন্থনের যে মুন্সিয়ানায় তিনি পাঠকদের সম্মোহিত করে রেখেছিলেন, রচনার সেই জাদুর সঙ্গে আজকের পাঠকদের পরিচয় করিয়ে দেবার জন্যই আমরা এই গ্রন্থ প্রকাশে আগ্রহী হয়েছি।
সূচীপত্রঃ ১ অদৃশ্য সঙ্কেত-৯ ২ দুরাত্মার ছল -৩৭ ৩ ভ্রান্ত পথের শেষে-৬৭ ৪ চলন্ত ছায়া-৯৭ ৫ হিংসার অন্ধকার-১২৭ ৬ অব্যর্থ সন্ধান-১৫৯ ৭ বিষাক্ত হাসি-১৮৯ ৮ মিথ্যা চমক-২১৯ ৯ চায়না লজ-২৫১ ১০ বিজয়িনী তন্দ্রা-২৮১ ১১ শ্বেতপদ্ম-৩১১ ১২ অদৃষ্টের পরিহাস-৩৪৩ ১৩ ব্যথার প্রদীপ-৩৭৫ ১৪ মৃত্যুহীন প্রাণ-৪০৭ ১৫ রক্তকমল-৪৩৯ ১৬ নূতন অতিথি-৪৭১ ১৭ পৃথিবী থেকে দূরে-৫০৩ ১৮ হারানো ডায়েরী-৫৩৫ ১৯ বিকেল ছ'টার শো’তে-৫৬৭ ২০ বিফল স্বপ্ন-৫৯৯
দেব সাহিত্য কুটীর বাংলা সাহিত্যে অন্যতম প্রথম ও প্রধান প্রকাশনা সংস্থা৷ এই সংস্থার প্রতিষ্ঠা কাল ১৮৬০৷ দেব সাহিত্য কুটীর প্রকাশিত অভিধান এবং ধর্মগ্রন্থ প্রথম থেকেই সবজ্যিনপ্রিয়৷ এছাড়া শিশু ও কিশোর পাঠ্য নানা ধরনের বই, ইংরেজি ক্লাসিক্সের অনুবাদ এবং শারদীয়া বার্ষিকী প্রকাশে দেব সাহিত্য কুটীর অন্যতম প্রধান পথিকৃৎ৷ অধুনা রড়দের এবং ছোটদের জন্য নানা ধরনের গল্প সংকলন, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি এবং কমিকসও প্রকাশ করে চলেছে এই সংস্থা৷ এই সঙ্গে রয়েছে ছোটদের জন্য অসাধারণ একটি মাসিক পত্রিকা শুকতারা যা ৭০ রৎসরেও সগৌরবে এগিয়ে চলেছে৷ আর ৫৮ বছর ধরে রড়দের মনোরঞ্জন করে চলেছে মাসিক নবকল্লোল পত্রিকা৷ ণ্ডণে মানে বাংলা প্রকাশনা শিল্পে দেব সাহিত্য কুটীরইঁ এখনও এক এবং অদ্বিভীয়৷