সংস্থাপন মন্ত্রণালয় চাকরির নিয়োগনীতি, পদ্ধতি, প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ, বদলি, পদোন্নতি ও জ্যেষ্ঠতা, অবসরগ্রহণ, শৃঙ্খলা ও আচরণ, কর্মচারীদের ছুটি, চাকরির রেকর্ড সংরক্ষণ, কর্মচারী ব্যবস্থাপনা, কর্মজীবন পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এ স্কল কার্যক্রমের পদ্ধতি ও নীতিমালা এবং এগুলোর সাথে সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ হতে জারীকৃত প্রজ্ঞাপন, আইন, বিধি, পরিপত্র, অফিস আদেশ ও সরকারি আদেশ, নির্দেশসমূহ সংকলিত করে সর্বশেষ ১৯৯৫ সনে দুটি ভলিউমে এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল প্রকাশিত হয়েছিল। তৎপরবর্তীকালে বিভিন্ন আইন, বিধি, প্রজ্ঞাপন, সরকারি নির্দেশনা জারি হয়েছে এবং অনেক ক্ষেত্রে সংশোধন, সংযোজন হয়েছে। কিন্তু এগুলো হালনাগাদ অবস্থায় একত্রীভূত না থাকায় তা অনুসরণে অন্তরায় সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন হতে এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইন, সার্কুলার, নীতিমালা, বিধি, বিজ্ঞপ্তি একত্রিত করে প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় পূর্বে প্রকাশিত এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েলের পরিবর্তন, বিয়োজন ও সংযোজন করে এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল, ২০০৯ এর ভলিউম-১ প্রকাশ করা হলো। ভলিউম-২ শীঘ্রই প্রকাশিত হবে। এছাড়া ম্যানুয়েলটি অধিকতর সহজলভ্য করার লক্ষ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেয়া হচ্ছে।