আব্দুর রাজ্জাক, ২২ সেপ্টেম্বর ১৯৮৬ সালে পাবনা জেলার আটঘরিয়া থানায় এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। উত্তরা টাউন কলেজ, উত্তরা, ঢাকা; ঢাকা স্টেট কলেজ মোহাম্মদপুর, ঢাকা; চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা; লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা; সফর আলী কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, ঢাকা কলেজ, ঢাকা হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক ও হিসাববিজ্ঞান পাঠ্যবই প্রণেতা। তিনি উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (কস্ট অ্যাকাউন্টিং), একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য এনসিটিবি অনুমোদিত হিসাববিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পাঠ্যবই এবং ছোটদের অর্থনীতি গ্রন্থ রচনা করেন। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে আমি যা আমি তাই, চাঁদের অন্ধকার, অবহেলা, চোখ, পরাজিত ছয়টি শব্দ, বিরহ, প্রাণ থেকে প্রাণে, মেরী, ঝলমলে প্রভাত, এই নে... একটা জীবন, গ্যাম্বলিং অব লাইফ উল্লেখযোগ্য। তাঁর লেখা ছোটগল্পগ্রন্থ প্রভাতের সপ্তক উল্লেখযোগ্য। দেনমোহর, পূর্ণিমার চাঁদ তাঁর লেখা দুটি উপন্যাস। বর্তমানে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সার্ভিসের কর্মকর্তা হিসেবে কর্মরত।