বাংলা সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় এবং সমৃদ্ধ শাখা ছোটগল্প। বিগত পঞ্চাশ বছরে বহু শক্তিমান কথাসাহিত্যিক বিভিন্ন ধরনের লেখায় আমাদের মুগ্ধ করেছেন। এদের মধ্যে বেশ বড়ো একটা অংশ প্রকাশিত হয়েছে 'নবকল্লোল' পত্রিকায়, কারণ এই পত্রিকা ছোটগল্পের জন্যই প্রথম থেকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং প্রথম সারির ছোটগল্পকাররা এই পত্রিকায় সাড়া-জাগানো প্রচুর ছোটগল্প লিখেছিলেন। ছোটগল্পের এইসব উজ্জ্বল মণিমাণিক্য থেকে নির্বাচিত একটি সংকলন প্রকাশ করবার মানসেই এই গ্রন্থ, প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল গত বৎসর, শেষ খণ্ডটি প্রকাশিত হল এবার। এই খণ্ডেও লেখক সূচী রীতিমতো নজরকাড়া। এককালে ছোটগল্প লিখে যাঁরা পাঠকদের মাতিয়ে রেখেছিলেন তাঁদের মধ্যে আছেন বাণী রায়, গজেন্দ্রকুমার মিত্র, কুমারেশ ঘোষ, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, শৈলজানন্দ মুখোপাধ্যায়; এই সময়েও যাঁদের আকর্ষণ বিন্দুমাত্র কম নয় তাঁদের মধ্যে আছেন মহাশ্বেতা দেবী, শক্তিপদ রাজগুরু, বরেন গঙ্গোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, তারাপদ রায়, সুচিত্রা ভট্টাচার্য, নারায়ণ সান্যাল, সুনীল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, নিমাই ভট্টাচার্য, সমরেশ মজুমদার, সৈয়দ মুস্তাফা সিরাজ, প্রফুল্ল রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাণী বসু প্রমুখ। আজকের দিনেও যেসব সমর্থ ছোটগল্পকারদের সঙ্গে পাঠক রীতিমতো পরিচিত এরকম অনেক নামও এই সংকলনে পাওয়া যাবে। নবকল্লোল পত্রিকা ছোটগল্পে একদিন কত সমৃদ্ধ ছিল এবং আজকেও কত আকর্ষণীয় ছোট-গল্প এই পত্রিকায় প্রকাশিত হয়ে চলেছে, এই গ্রন্থ তার একটি নির্ভরযোগ্য দলিল। সেই সঙ্গে এ কথাও ঠিক যে, এটি ঘরে ঘরে সংগ্রহ করে রাখার একটি উপাদেয় গ্রন্থ, যার প্রত্যেক গল্প আপনাদের মনোহরণ করবে।
দেব সাহিত্য কুটীর বাংলা সাহিত্যে অন্যতম প্রথম ও প্রধান প্রকাশনা সংস্থা৷ এই সংস্থার প্রতিষ্ঠা কাল ১৮৬০৷ দেব সাহিত্য কুটীর প্রকাশিত অভিধান এবং ধর্মগ্রন্থ প্রথম থেকেই সবজ্যিনপ্রিয়৷ এছাড়া শিশু ও কিশোর পাঠ্য নানা ধরনের বই, ইংরেজি ক্লাসিক্সের অনুবাদ এবং শারদীয়া বার্ষিকী প্রকাশে দেব সাহিত্য কুটীর অন্যতম প্রধান পথিকৃৎ৷ অধুনা রড়দের এবং ছোটদের জন্য নানা ধরনের গল্প সংকলন, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি এবং কমিকসও প্রকাশ করে চলেছে এই সংস্থা৷ এই সঙ্গে রয়েছে ছোটদের জন্য অসাধারণ একটি মাসিক পত্রিকা শুকতারা যা ৭০ রৎসরেও সগৌরবে এগিয়ে চলেছে৷ আর ৫৮ বছর ধরে রড়দের মনোরঞ্জন করে চলেছে মাসিক নবকল্লোল পত্রিকা৷ ণ্ডণে মানে বাংলা প্রকাশনা শিল্পে দেব সাহিত্য কুটীরইঁ এখনও এক এবং অদ্বিভীয়৷