Summary Of The Book Identity And Violence: The Illusion Of Destiny mentions that the world today is considered to be exceedingly divided owing to the differences that people have in terms of religion, cultures, and civilizations. The author feels that these differences rule out the chances of people having a reasoned opinion. He also feels that people overlook the importance of other ways in which they can view things such as literature, language, morals, music, politics, class, gender, profession or science. The author delves into the details pertaining to concepts such as multiculturalism, terrorism, fundamentalism and globalization. He also emphasizes the importance of having a proper understanding of what human freedom is all about. He stresses on having a constructive public voice in a global civil society. The author then goes on to say that, all of this can help the world move forward towards its goal of peace.
About Amartya Sen The author of this book, Amartya Sen, is also a renowned economist, and philosopher from India. Apart from this book, Sen has published several other books, and some of them include India: Development And Participation, Hunger And Public Action, Commodities And Capabilities, and On Ethics And Economics. Sen was born on the 3rd of November 1933, in West Bengal, India. He completed his bachelor’s of arts degree from the University Of Calcutta, and obtained another bachelor’s, master’s, and doctoral degree from Trinity College, Cambridge. Through the course of his career, Sen has taught at some of the leading universities in the world, such as Massachusetts Institute Of Technology, and Oxford. He has also received the Bharat Ratna (1999), and Nobel Prize In Economics (1998). The New Statesman listed Sen among the “World’s 50 Most Influential People Who Matter”, in the year 2010. Sen currently holds the position of the Honorary Director of Center For Human And Economic Development Studies, at Peking University, China.
অমর্ত্য সেন (Amartya Sen , জন্ম ৩রা নভেম্বর, ১৯৩৩) একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডালে ভূষিত হন। তিনি বর্তমানে টমাস ডাব্লিউ ল্যামন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিট্রি কলেজ, অক্সব্রিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো। এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অলাভজনক প্রতিষ্ঠান হেলথ ইমপ্যাক্ট ফান্ডের অ্যাডভাইজরি বোর্ড অফ ইনসেন্টিভ ফর গ্লোবাল হেল্থ্ এর সদস্য। তিনি প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন।অমর্ত্য সেন এর লেখা বইগুলোর মধ্যে অন্যতম হলোঃ Development as Freedom(বাংলা অনুবাদে উন্নয়ন ও স্ব-ক্ষমতা), Rationality and Freedom,The Argumentative Indian(বাংলায় তর্কপ্রিয় ভারতীয়)এবং The Idea of Justice ,Identity and Violence The Illusion of Destiny(বাংলায় পরিচিতি ও হিংসা). অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে ।