"কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ (৮নং সাইজ)"বইটির ১ম ফ্লাপের কিছু কথা: ‘আল কোরআন একাডেমী পাবলিকেশন্স একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। কোরআনের ওপর বর্তমান বিশ্বের চাহিদার আলােকে বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনার মহান ব্রত নিয়ে ১৯৯২ সালের গােড়ার দিকে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। আল কোরআন একাডেমী পাবলিকেশন্স'এর প্রথম অবদান ছিলাে কোরআনের ওপর একটি পূর্ণাংগ অভিধান রচনা করা। এই বিষয়ের ওপর এটাই ছিলাে সম্ভবত বাংলা ভাষায় প্রথম প্রয়াস। বছর কয়েক আগে গ্রন্থটি লন্ডন থেকে ইংরেজী ভাষায় প্রকাশিত হয়, পরে এ বইটি বাংলা ভাষায়ও প্রকাশিত হয়েছে। হাজার বছরের কোরআন মুদ্রণের ইতিহাসে এই প্রথম বিষয়ভিত্তিক রংগিন কোরআন ‘সাবজেক্টওয়াইজ কালার লিংকড় এডিশন অফ হােলি কোরআন’-এর বিস্ময়কর প্রকাশনা ‘আমার শখের কোরাআন মাজীদ একাডেমীর একটি ব্যতিক্রমধর্মী প্রকাশনা। এরপর রয়েছে আল কোরআন একাডেমী পাবলিকেশন্স এর ডাইরেক্টর জেনারেল হাফেজ মুনির উদ্দীন আহমদ-এর বহুল প্রশংসিত ‘কোরআন শরীফ ও সহজ সরল বাংলা অনুবাদ'। এই কয়বছরের মধ্যে অনুবাদ গ্রন্থটির ৮/৯ সাইজের অসংখ্য সংস্করণ প্রকাশিত হয়েছে। শতাব্দীর সেরা গ্রন্থ সাইয়েদ কুতুব শহীদ রচিত “তাফসীর ফী যিলালিল কোরআনএর বাংলা অনুবাদ ও প্রকাশনা একাডেমীর আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ | ২২ খন্ডে সমাপ্ত প্রায় ৮ হাজার পৃষ্ঠার এই বিশাল তাফসীরের পূর্ণাংগ প্রকাশনা ৯ বছর আগেই সম্পন্ন হয়েছে। হাজার বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী, সর্বজন প্রশংসিত- হাফেয এমাদ উদ্দীন ইবনে কাসীর-এর ১০ খন্ডে সমাপ্ত তাফসীরে ইবনে কাসীর ১ম খন্ডও সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাফসীরের জগতে একাডেমীর আরও ৩টি বিখ্যাত গ্রন্থ রয়েছে। একটি হচ্ছে উপমহাদেশের খ্যাতনামা কোরআন সাধক মনীষী মওলানা আবুল কালাম আযাদের অমর তাফসীর 'তরজুমানুল কোরআন', বিখ্যাত আলেম শায়খুল ইসলাম হযরত মওলানা শাব্বীর আহমদ ওসমানীর “তাফসীরে ওসমানী' ও বরণীয় মােফাসসের মওলানা আবু সুলিম মোহাম্মদ আবদুল হাই-এর ‘মাস তাফসীর।