১৯৯৭ সালের আগষ্ট মাস। অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাওয়ার পথে করাচীতে কয়েকদিন যাত্রাবিরতি করি। একদিন নিউটাউনস্থ আল্লামা ইউসুফ বিন্নুরী (রহঃ) প্রতিষ্ঠিত মাদ্রাসার আশেপাশের কুতুবখানাগুলোতে গান্ত করে ফিরছিলাম। বিশেষ করে বছরের নতুন প্রকাশিত বইগুলো খুঁজছিলাম। হঠাৎ করে 'মাতায়ে ওয়াক্ত' নামক কিতাবখানা আমার নজর কাড়লো। হাতে তুলে নিলাম। সূচীপত্র পাঠ করে বইখানার ভিতরে একটা সংক্ষিপ্ত নজর দিলাম। সময় সম্পর্কে এমন সুন্দর বই আর দেখিনি। মনে মনে লেখককে ধন্যবাদ দিলাম। সাথে সাথে কয়েকখানা কপি কিনে নিলাম। কয়েকদিন পর দুবাই, সিংগাপুর হয়ে মেলবোর্ন যাওয়ার পথে প্লেনে বসে বইখানা মনোযোগ সহকারে পড়ে ফেলি। অজান্তেই বইখানার উষ্ণ পরশ আমার দিলে দোলা দিয়ে যায়। বইখানার বাংলা অনুবাদ পেশ করার অদম্য বাসনা তখনই উপলব্ধি করি। মেলবোর্ন বসে তরজমার কাজ শুরুও করেছিলাম কিন্তু কর্মব্যস্ততার কারণে এবং মাসখানেক পরে ঢাকায় ফিরেও আমার পক্ষে অনুবাদ কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ বর্তমানে বইখানার বাংলা অনুবাদ আপনাদের হাতে উপস্থিত হতে যাচ্ছে। আজ বলতে গেলে গোটা মুসলিম জাহানই সময়ের মূল্য যথাযথ অনুধাবন করতে পারছে না। তাই আমরা অনেক পেছনে পড়ে আছি। দিশেহারা কওম আমাদের দিকে চেয়ে আছে। কওমের জন্য চাই জীবন্ত ব্যক্তিত্বের। মর্দে মুজাহিদের ঈমানী, দাওয়াতী, ইসলাহী এবং জিহাদী কার্যক্রমের মাধ্যমে কওমের মধ্যে নবজাগরণের সূচনা হয়। কিন্তু সেই মর্দে মুজাহিদ আসমান হতে নেমে আসে না। মুজাহিদ আমাদের তৈরী করতে হবে। মুজাহিদ হতে হলে মর্দে মুজাহিদের সহবতে এসে জীবন গঠনের কঠোর সাধনায় পাশ করতে হবে। আর তার জন্য সময়কে করে নিতে হয় মূলধন। কেননা সময় সে তো জীবন। সময় নষ্ট করার অর্থই হল জীবনকে নষ্ট করা, জাতিকে মাহরুম করা।