ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা গ্রন্থটি মূলত বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিষয়ে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের যে প্রয়োজন অনুভব করেছি, সে-তাগিদ থেকেই রচনার পরিকল্পনা করি। বইটি প্রধানত দুটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে: একটি ভাষাবিজ্ঞান, অন্যটি বাংলা ভাষা। এতে পৃথিবীর ভাষাবংশ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে আলোচিত মানব-ভাষার মৃত্যু বিষয়ে আলোচনা যেমন স্থান পেয়েছে; তেমনি বাংলা ভাষার উদ্ভব থেকে প্রাচীন ও মধ্যযুগের বাংলা, উনিশ শতকের বাংলা গদ্য, সাধু-চলিত প্রসঙ্গ, উপভাষা ও লোকভাষা, বাংলাদেশের উপজাতীয় ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এমনকি সাম্প্রতিক বাংলা ভাষার বিবর্তন ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। দু-একটি প্রসঙ্গ বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রেই এ গ্রন্থের বিশ্লেষণ ও আলোচনা ভাষাবিজ্ঞান নির্ভর। গ্রন্থের কিছু-কিছু প্রসঙ্গ বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রবন্ধাকারে রচিত হলেও বিষয়-সংশ্লিষ্টতার জন্য এগুলো গ্রন্থভুক্ত হয়েছে। গ্রন্থের শেষ পরিচ্ছেদ ২০০১ সালের নভেম্বর মাসে নেপালের ভাষাতাত্ত্বিক সমিতির আমন্ত্রণে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে পঠিত মূল ইংরেজি প্রবন্ধের বাংলা উপস্থাপনা। ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী-গবেষকদের জন্য গ্রন্থটি রচিত হলেও এখানে এমন কিছু বিষয় আলোচিত হয়েছে (যেমন; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষার আগ্রাসন, মানব- ভাষার মৃত্যু ইত্যাদি) যা সাধারণ পাঠককেও আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।
সৌরভ সিকদার (সিকদার মনােয়ার মুর্শেদ)।। জন্ম ১৯৬৫ সালে, নড়াইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও লেখালেখি তার কর্মপরিসর।। সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ। তিন দশক ধরে এদেশের আদিবাসীদের ভাষা-সংস্কৃতি-শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করছেন। গবেষণার প্রধান ক্ষেত্র হচ্ছে ভাষাবিজ্ঞান, বাংলা ভাষা এবং আদিবাসী ভাষা-সংস্কৃতি। লেখালেখি করেন জাতীয় দৈনিকসমূহে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বাংলাদেশের প্রথম নৃ-ভাষাবৈজ্ঞানিক জরিপের তিনি অন্যতম পরামর্শক-গবেষক প্রকাশিত গবেষণা, উপন্যাস, গল্প, কবিতা মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশ। তার প্রথম উপন্যাস পিছুটান (১৯৯৮), গল্পগ্রন্থ জোস্রাহত (২০০৯)। কবিতা- নক্ষত্র জানেনা কক্ষপথ কতদূর (২০১৭)। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বানান অভিধান ও বাংলা বানানের নিয়ম (১৯৯৯), ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা (২০০২), সংক্ষিপ্ত বাংলা ভাষা ও সাহিত্য কোষ (২০০৩), বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস (২০০৪), সাঁওতালি ও ওঁরাও ভাষা (২০০৫), বাংলা ভাষায় নারীর শব্দাভিধান (২০০৯), বাংলাদেশের আদিবাসী ভাষা (২০১১) এবং বাংলা ভাষা ও বাংলাদেশের ভাষা (২০১৪)।। দুই কন্যা চর্যা ও চারু। স্ত্রী রােকসানা হােসেন মুন্নী নজরুল সংগীত শিল্পী।