"এ হ্যান্ড বুক অন ক্যাপিটাল প্যাথলজী - A Hand Book On : Clinical Pathology "বইটির ভূমিকা: আমার ক্ষুদ্র জ্ঞানে লিখা এ বইটি Laboratory Technology সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জনে চিকিৎসা পেশায় জড়িত সকলের সহায়তা করবে বলে আমার বিশ্বাস। বর্তমানে বইটি পঞ্চম সংস্করন প্রকাশিত হল। বইটির প্রথম থেকে চতুর্থ সংস্করন পর্যন্ত আমি নিয়মিত। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক, আই এইচ টি, মেডিকেল এসিসটেন্ট স্কুল, নাসিং স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে প্রশংসা ও আন্তরিক সহযােগীতা ও ভালবাসা পেয়েছি এবং এসব। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার লিখা বইকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমি ধন্য ও সবার প্রতি কৃতজ্ঞ। অনেক মেডিকেল কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন মাধ্যমে আমার এই বইটির প্রশংসা করেন, সত্যি কথা বলতে ওনাদের ছাত্র হওয়ার যােগ্যতা আমার নেই। আমি ধন্য এবং কৃতজ্ঞ। আপনাদের আন্তরিকতাও ভালবাসার কারনে। বর্তমানে আমেরিকায় বসেও আমি এ হ্যান্ড বুক অন ক্যাপিটাল প্যাথলজী - A Hand Book On : Clinical Pathology এর মান উন্নয়নে আগ্রহ হারাইনি। এবং বই এর পঞ্চম সংস্করন সমাপ্ত করতে পেরেছি। এই সংস্করনে World Health Organigation 478 American Society of clinical Laboratory Sciences এর সর্বশেষ প্রয়ক্তিগত তথ্যসমূহ সংযােজন করা হয়েছে। আমার অনিচ্ছাকৃত অসাবধানতার কারনে যদি কোন ভুল হয়ে থাকে এবং তা আপনাদের চোখে পরে, অনুগ্রহ করে email করে জানালে কৃতজ্ঞ থাকব।
মোঃ আতিকুর রহমান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা; প্রাক্তন সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চৌমুহনী সরকারি এস. এ. কলেজ, নোয়াখালি; প্রাক্তন সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা; প্রাক্তন প্রভাষক, সরকারি হাজী এ. বি. কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রাম; প্রাক্তন প্রভাষক শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা প্রাক্তন প্রভাষক, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০০।