"প্রবাদ-সংস্কার-কুসংস্কার -২য়" বইয়ের ফ্ল্যাপের লেখা: অনেক প্রবাদ-ই আমজনতার মাথায় বাসা বেঁধেছে। নিজস্ব কুঠুরি থেকে মাঝে-মধ্যে বেরিয়ে পড়ে। সময়ের কর্ডন’-এ শহরে প্রবাদের বাজার মন্দা। পুরােন কিছু কুসংস্কারের দর নিম্নমুখী। অবস্থা সামাল দিয়েছে কুসংস্কারের লাস্যময়ী নতুন সাজ। ডিসকো থে’ ও ‘রেস-কোর্স’-এ যে সব গাড়ি উচ্ছলতায় ভরপুর, তাদের অনেকেই নিশ্রুপ ইনস্টিটিউটের স্পিরিচুয়ালিজম’-এর লেকচার থেকে মাতাজী নির্মলাদেবীর সহজ-যােগ’ ক্লাশে। ধুতি-শাড়ি খসখস্ শব্দ তুলে নামে গাড়ি থেকে। ‘জে থেকে লিমুজিন ভিড় জমায় রজনীশ ও মহাজাতন্ত্রে মেডিটেশন ক্লাশে। সফল ব্যবসায়ী থেকেস বিজ্ঞানী মেডিটেশন’ শেখেন আত্মাকে ইচ্ছেমত দেশে উড়িয়ে নিয়ে যেতে, অথবা পৌছে যেতে আগের জন্মে। কালার থেরাপি’, ‘জেম থেরাপি’, বাস্তুশাস্ত্র’‘রেইকি’ ইত্যাদি কুসংস্কারের নব্য ফ্যাসান প্যারেড’ এর নাম।‘কেমাে’ মানে। ক্যানসার, ক্যানসার’ মানে মৃত্যু’—এমনই হাজারাে ভুল বিশ্বাস জনপ্রিয়তার হাত ধরে আমাদের। মাথার কপাট খুলে ঢুকে পড়েছে। | এমনই সব প্রাচীন ও নব্য লােকবিশ্বাসের। উৎপত্তি ও তার কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, এই বিষয়ে যােগ্যতম ব্যক্তি প্রবীর ঘােষ। সাধারণ পাঠক থেকে গবেষকদের ক্ষেত্রে এক মূল্যবান সংযােজন রূপে গণ্য হবে ‘প্রবাদসংস্কার-কুসংস্কার। বইটিকে আমরা কুসংস্কার অভিধান'ও বলতে পারি।
প্রবীর ঘোষ ( Prabir Ghosh, জন্ম ১ মার্চ, ১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। একদা তিনি প্রচারমাধ্যমে ভারতীয় যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখিত হতেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন। যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে। তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে: অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত),জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,সংস্কৃতিঃ সংঘর্ষ ও বিনির্মাণ,আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,পিংকি ও অলৌকিক বাবা,অলৌকিক রহস্য জালে পিংকি,ধর্ম-সেবা-সম্মোহন,গোলটেবিলে সাফ জবাব ইত্যাদি।