“আমি আর ফেলুদা” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: সন্দীপ রায় যশস্বী চলচ্চিত্র পরিচালক, লেখক, শিল্পী ও সম্পাদক। চলচ্চিত্র শিক্ষার হাতেখড়ি বাবা সত্যজিৎ রায়ের কাছে, তার সহকারী। হিসেবে কাজ করেছেন বহু ছবিতে। স্বাধীন পরিচালক হিসাবে সন্দীপের প্রথম ছবি ফটিকাদই বুঝিয়ে দিয়েছিল, বাংলা চলচ্চিত্র একজন অত্যন্ত দক্ষ ও কুশলী চলচ্চিত্র-স্রষ্টাকে পেতে চলেছে। পরে একের পর এক ছবিতে সন্দীপ নিজের মুনশিয়ানা দেখিয়েছেন। ছবি তৈরির পাশাপাশি, সন্দেশ পত্রিকার দ্বিতীয় পুনরুজ্জীবনও তার হাতেই ঘটেছে। শিশু সাহিত্যে এককালের অপ্রতিদ্বন্দ্বী এই পত্রিকা। এখনও সমান জনপ্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে ছবি তৈরি করলেও, সন্দীপের প্রথম ‘প্যাশন’ কিন্তু এখনও বাবার তৈরি গােয়েন্দা চরিত্র ‘ফেলুদা’।গােয়েন্দাকে নিয়ে মাত্র দু'টি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, সন্দীপ কিন্তু একটা সময়ে টেলিভিশনের জন্য ফেলুদাকে নিয়ে পরের পর ছবি করেছেন। সেলুলয়েডেও ফেলুর রেজারেকশন’ ঘটেছে। তার হাতে। দীর্ঘদিন ধরে ফেলুদার সঙ্গে তার যে এই নিবিড় সম্পর্ক, তারই এক উজ্জ্বল। প্রতিফলন আমি আর ফেলুদা’। ফেলুদার কাহিনি সৃষ্টি এবং তাকে নিয়ে চলচ্চিত্র তৈরির নেপথ্যে এমন বহু ঘটনা নিজস্ব ভঙ্গিতে এই বইয়ে শুনিয়েছেন সন্দীপ, যা কেবল তার পক্ষেই সম্ভব।