মতি নন্দী : ব্যক্তি ও সাহিত্য একটা সিনেমা পত্রিকার পক্ষ থেকে একবার একটি উপন্যাস প্রতিযোগিতার ব্যবস্থা হয়েছিল। অনেক রচনার মধ্যে যে তিনটি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পায়, সেই তিনটিরই লেখক পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন। প্রথম স্থান মতি নন্দীর, দ্বিতীয় ও তৃতীয় স্থানে পূর্ণেন্দু পত্রী ও অতীন বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের লেখক হিসেবে মতি নন্দী পুরস্কৃত হলেও এর পরে বেশ কয়েক বছর তিনি ছোট গল্পের লেখক হিসেবেই বেশি সার্থক ছিলেন। এক একটা গল্প যেন এক একটি উজ্জ্বল রত্নের মতন। এখানে আমরা সেসব রচনার আলোচনার মধ্যে যাবো না। শুধু তার ছোটদের লেখাগুলি নিয়েই কিছু কথা বলবো । সব লেখকই ছোটদের জন্য লিখতে পারেন না। অনেক মহান লেখকও ছোটদের জন্য কলম ধরেন নি। যেমন, বঙ্কিমচন্দ্র। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যৎসামান্য। আবার রবীন্দ্রনাথ লিখেছেন অজস্র। এবং সুকুমার রায়ের মতন এক অসাধারণ লেখক তাঁর সংক্ষিপ্ত জীবনে অধিকাংশই লেখাই লিখেছেন শুধু ছোটদের জন্য, যেগুলি বাংলা সাহিত্যের চিরকালের সম্পদ। কেন কোনও কোনও লেখক ছোটদের জন্য লিখতে চান না, কেন কেউ কেউ শুধু ছোটদের জন্য লেখাতেই মন ঢেলে দেন, আবার কেন কোনও কোনও লেখক ছোটদের এবং বড়দের জন্য সমানভাবে লেখেন, তা ব্যাখ্যা করে বোঝানো খুব শক্ত। হয়তো কোনও কোনও লেখকের মানসিক গড়নই এমন থাকে, যা ছোটদের রচনার ঠিক উপযোগী নয়। যেমন, বঙ্কিমচন্দ্ৰ খুব কড়া ধাতের মানুষ ছিলেন, বোধহয় ছোটদের নিয়ে তিনি মাথা ঘামাতেন না। মতি নন্দীকেও আপাতদৃষ্টিতে সেই ধরনেরই মানুষ মনে হয়।
Moti Nandi ( জন্ম: ১০ জুলাই ১৯৩১ - মৃত্যু: ৩ জানুয়ারি ২০১০) ছিলেন ভারতের কলকাতা ভিত্তিক একজন বাঙালি লেখক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাস 'কোনি'।