সিনাত্রা একটি ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে খুব কম পরিশ্রমে রুবি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব এপ্লিকেশন তৈরি করা যায়। ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বা DSL হলো সেই ভাষা যার মাধ্যমে নির্দিষ্ট কোনো কাজ, যেমন ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট, করা হয়। সেই বিশেষ কাজের জন্যই এ ধরনের DSL তৈরি করা হয়। সাধারণ কাজের জন্য সেই ল্যাঙ্গুয়েজ না। সিনাত্রা ফ্রেমওয়ার্কের সুবিধা হলো এটি রেইলস ফ্রেমওয়ার্কের মতোই অন্যান্য সুবিধা দিয়ে থাকে, কিন্তু এটি অনেক লাইটওয়েট বা হালকা। এই হালকা রুবি লাইব্রেরি ব্যবহার করে সহজেই HTTP ব্যবহার করা যায়। রুবি হলো একটি সরল কিন্তু শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সুন্দর সিনট্যাক্স একদিকে খুবই সরল ও অন্যদিকে বেশ শক্তিশালী। রুবি ভাষায় প্রোগ্রাম লেখার সময় মনে হবে আপনি স্বাভাবিক ইংরেজি ভাষায় লিখছেন। আর HTTP হলো ওয়েবের প্রটোকল যার মাধ্যমে ওয়েবসাইটের রিসোর্স শেয়ার করা হয়। HTTP এর অংশ হিসেবে থাকে ক্লায়েন্ট, সার্ভার, রিকোয়েস্ট ও রেসপন্স। ক্লায়েন্ট কোনো রিসোর্স চেয়ে পাঠায় HTTP সার্ভারের নিকট। সার্ভার রেসপন্স হিসেবে সেই রিসোর্স ক্লায়েন্টের নিকট পাঠায় কিংবা সেই রিসোর্স পাওয়া না গেলে এরর মেসেজ পাঠায়। রুবি ভাষা ব্যবহার করে ওয়েব এপ্লিকেশন, সার্ভিস কিংবা সাইট তৈরির কাজ সহজ করে দেয় সিনাত্রা। সিনাত্রা এপ্লিকেশন গড়ে ওঠে এক বা একাধিক রুবি ফাইল নিয়ে। সুখবর হলো এই যে সিনাত্রা ব্যবহারে আপনাকে রুবি এক্সপার্ট হতে হবে না;
সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে - ইংরেজিতে। একটি অনূদিত হয়েছে স্প্যানিশ ভাষায়। আত্মোন্নয়ন বিষয়ে আগ্রহের ফলে ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন বেশ কিছু চিরায়ত বই। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক।