সংবাদপত্রে আমার প্রথম লেখাটা প্রকাশিত হয় ১৯৯২ সালের ১৩ই অক্টোবর দৈনিক সংবাদ- এ। এরপর থেকে দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলোতে রাজনীতি, অর্থনীতি, ইতিহাস এবং অন্যান্য অনেক বিষয়ে প্রবন্ধ এবং ছোটদের জন্য লেখা কিছু অনুবাদ ও মৌলিক রচনাও প্রকাশিত হয়। ১৯৯৯ সালের একুশে বইমেলায় প্রথমবারের মতো আমার কোন বই প্রকাশিত হয়। একইসঙ্গে প্রকাশিত চারটি গ্রন্থের মধ্যে দু'টি ছিলো অনুবাদ এবং দু'টি মৌলিক রচনা। দীর্ঘ ১৬ বছরেরও বেশী সময় ধরে লেখালেখির সাথে জড়িত থাকা অবস্থায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে এসেছি যে, একজন সৎ লেখক, সাংবাদিক-প্রাবন্ধিক অথবা সাহিত্যিকের সবসময় সাধারণ মানুষদের চেয়ে অনেক বেশি সত্যনিষ্ঠ হওয়া উচিত। তথ্য প্রমাণ ছাড়া কোন মন্তব্যের উল্লেখ দায়িত্বশীল কোন লেখক বা প্রাবন্ধিকের কাজ হতে পারে না। পত্রিকায় অনেক সময় অনেক লেখা লিখেছি নির্দিষ্ট কোন খবরের সূত্র ধরে। আবার কোন দুর্নীতিবাজ বা অপরাধী নেতা-নেত্রীর বিরুদ্ধে লিখেছি তাদের কৃত অপরাধের প্রেক্ষিতে, যার বর্ণনা কখনো না কখনো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এ দুই ক্ষেত্রেই তথ্যসূত্র উল্লেখের জন্য প্রয়োজন হয়েছে সংশ্লিষ্ট খবরটি উদ্ধৃত করার, যা আমার নিজেকেই সংগ্রহ করতে হয়েছে। অন্যথায় তথ্যবিভ্রাট অথবা মানহানির অভিযোগে অভিযুক্ত হওয়ার সম্ভবনা ছিলো।