"Words that often Confuse You" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বইটি কাদের জন্য যারা ইংরেজি word সম্বন্ধে মুটামুটি ভাল জ্ঞান রাখেন, এবং word-এর dictionaryতে প্রদত্ত অর্থের গণ্ডির বাইরে গিয়ে তা সফলভাবে বাস্তব জীবনে প্রয়ােগ করে অসীম সার্থকতা অর্জন করতে চান, বইটি তাদের জন্য। ফলে, Business Executives, Government High officials, Lawyers, University Students, Teachers লেখক, সাংবাদিক সবার জন্যই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। MBA BBA ভর্তি, SAT, GMAT, TOEFL, GRE, BCS সহ অন্যান্য পরীক্ষার জন্য এটি একটি অত্যাবশ্যক বই; কারণ—এসব উচ্চ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শুধু word-এর dictionary meaning জানলে চলে না, একটি word-এর অর্থের সাথে অন্য একটি word-এর অর্থের যে সূক্ষ্ম পার্থক্য বা মিল, তা ভালভাবে জানতে হয়। কিছু কিছু word আছে যাদের একটির সাথে অন্যটির তালগােল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে পরীক্ষায় এবং দৈনন্দিন জীবনে wordকে ব্যবহার করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন word-এর মধ্যে উচ্চারণের, বানানের এবং অর্থের সূক্ষ্ম পার্থক্য বা মিলের কারণেই সমস্যাগুলাে ঘটে। এ কারণে ভালভাবে word শিখতে হলে এবং উপরােক্ত পরীক্ষাগুলােতে নিশ্চিত সাফল্য অর্জন করতে হলে, বিভিন্ন wordকে তুলনামূলকভাবে সেগুলাের ব্যবহারের (Usage) নিয়মাবলীসহ শিখতে হয়। এদিক থেকে এই বইটি অনন্য। বইটি কেন দরকার একথা সবারই জানা যে, শুধু dictionary meaning জেনে word-এর উপর দখল মজবুত করা যায় না। word-এর উপর পূর্ণ দখল আনতে হলে তার ব্যবহার ভালভাবে জানা দরকার। word শেখার প্রচলিত পদ্ধতিতে অনেক অসম্পূর্ণতা রয়ে গেছে। যেমন: বই দেখে কোনাে word-এর synonym বা antonym মুখস্থ করলে কোনাে ফল হয় না। কারণ, একটি synonym-এর সাথে অপর একটি synonym-এর সূক্ষ্ম পার্থক্য বা মিল কী, কোনাে antonym-এর সাথে অন্য একটি antonym এর মিল বা দূরতু কোথায়, এসব উক্ত বইতে পাওয়া যায় না। অথচ এই বিষয়গুলাে না জানলে synonymantonym test, analogy test, sentence completion Posting op 6515 দেয়া সম্ভব হয় না। কারণ, এসব test-এ এমন সব word পাশাপাশি সাজানাে থাকে, যাদের মধ্যকার মিল, পার্থক্য, ব্যবহার ইত্যাদি ভালভাবে না জানলে সঠিক wordটি বেছে নেয়া সম্ভব হয় না। শুধু dictionary থেকে কোনাে word-এর অর্থ মুখস্থ করলেই তা বাস্তবে প্রয়ােগ করার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করা যায় না। এজন্য চাই word-এর usage বা ব্যবহারবিধি জানা। কোনাে word সচরাচর কোন অর্থে, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার denotation (আভিধানিক অর্থ) এবং connotation (ব্যঞ্জনার অর্থ) কী কী তা জানা না থাকলে হাজার হাজার word মুখস্থ করেও কোনাে লাভ হয় না। এ কারণে এই বইটিই আপনার দরকার। এটিকে word শেখার ক্ষেত্রে শেষ ধাপ হিসেবে ধরে নেয়া যায়। এই বইটি আপনার শেখা অনেক শব্দেরই কার্যকারিতা বাড়িয়ে দেবে। এমন অনেক শব্দ নিশ্চয়ই আছে যেগুলাে আপনি শিখে রেখেছেন কিন্তু কাজে খাটাতে পারেন না। সেই wordগুলােকেই বইটির সাহায্য নিয়ে স্মৃতির অতল থেকে আবার বাঁচিয়ে তুলতে পারবেন। এই বইটি আপনার word এর উপর দক্ষতা অনেক গুণ বাড়িয়ে দেবে।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।