রবীন্দ্রনাথ কল্পনাপ্রবণ কবি হলেও তিনি যে যুক্তিবাদী বিজ্ঞান মনস্কও ছিলেন একথা তার নানা লেখা থেকে স্পষ্ট বােঝা যায়। তাঁর রােমান্টিক প্রকৃতি চেতনা আজকের যুগের পরিবেশ বিজ্ঞানীদের নানা চিন্তার রসদ যােগাবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। আপাত অর্থে, বিজ্ঞান ও সাহিত্য পৃথক। যে পার্থক্য কেবল যাত্রাপথে, পাথেয় আর উপলব্ধির প্রকাশ ভঙ্গিতে, কিন্তু অনুভূতির ক্ষেত্রে এগুলি একই বােধকজ্ঞাত-তা হল জিগীষা। সৃজনের ধর্মই হলাে অনুসন্ধান। আর অনুসন্ধানীর ধর্ম হলাে মেলবন্ধন ঘটানাে। রবি কবির অন্বেষী মনের দৃঢ় প্রত্যয় ছিল ‘বিজ্ঞান ও রস সাহিত্যের প্রকোষ্ঠ সংস্কৃতির ভিন্ন ভিন্ন মহলে, কিন্তু তাদের মধ্যে যাওয়া-আসার, দেনা-পাওনার পথ আছে। আর সেই কারণেই কবির সৃষ্টি মানস সাহিত্যও বিজ্ঞানকে একসূত্রে বাঁধতে উদগ্রীব হয়েছে। সমকালীন সময়কে অনুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে, তিনি এ সত্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে, আধুনিক জগৎকে বুঝতে হলে, তার মােকাবিলা করতে হলে বিজ্ঞানকে বুঝতে হবে। কারণ, বিজ্ঞান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেক্ষেত্রে, বাঙ্গালীকে যুক্তিনিষ্ঠ, কুসংস্কার মুক্ত এবং অবশ্যই সময়পােযােগী শিক্ষায় শিক্ষিত করে তােলার উদ্দেশ্যে, বিজ্ঞানের সাধক না হয়েও, তিনি বিজ্ঞান চর্চায় এবং বিজ্ঞান প্রচারে ব্রতী হয়েছেন। বহুবিধ ব্যস্ততা সত্ত্বেও রবীন্দ্রনাথ বিজ্ঞানের দুর্গমতার দুর্গে প্রবেশ করেছেন, যুক্তিসিদ্ধ চিন্তা আর মুক্ত মনের দ্বারা তার রসাস্বাদন করেছেন এবং তারপর তার মায়া কলমের মাধ্যমে বাঙ্গালী পাঠক সম্পদের কাছে অত্যন্ত মনােরমভাবে পরিবেশন করেছেন। বিশ্বকবির এমনই কিছু বিজ্ঞান চিন্তা ভাবনা ও কর্ম নিয়ে সাজানাে হয়েছে এই বর্তমান গ্রন্থটি।
সৌমেন সাহা ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে এই জেলাতেই। খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পি.সি. কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান , প্রযুক্তি ও গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল শুরু থেকেই। সেই আগ্রহ থেকেই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এস.সি. ডিগ্রি লাভ করেন। সৌমেন সাহা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর পেশাগত জীবনেও তিনি বিজ্ঞান গবেষণার সাথে জড়িত। খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জাতীয় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের উদ্ভাবনের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন। পাঠক সমাদৃত সৌমেন সাহা এর বই সমূহ হলো ‘প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ’, ‘বৈদিক গণিতের পরিচয়’, ‘পাগল করা গণিত’, ‘যন্ত্ররা যেভাবে কাজ করে’, ‘বিজ্ঞানের জানা অজানা কথা’, ‘জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ’, ‘মাথায় কত প্রশ্ন আসে’ ইত্যাদি। তাঁর লেখার মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে রচিত সৌমেন সাহা এর বই সমগ্র খুব সহজ ও সাবলীলভাবে এই জটিল বিষয়গুলো উপস্থাপন করে। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে আত্মমগ্ন এই লেখক বর্তমানে ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।