বিশ্বসাহিত্যের দুই মহৎ কথাশিল্পীকে নতুনভাবে নেড়েচেড়ে দেখার সাথে বাংলা ভাষার কথাসাহিত্যের কিছু নবতর বিশ্লেষণ- সংকলিত হয়েছে এই প্রবন্ধগ্রন্থে। রবীন্দ্রনাথ যেমন আছেন বিষয়-তালিকায়, তেমনি সমাপ্তিতে রয়েছেন সাম্প্রতিক সময়ের কয়েকজন লেখকও। জন্মশতবর্ষে আলবেয়ার কামুকে নতুনভাবে ফিরে দেখার প্রচেষ্টা যেমন লভ্য, তেমনি এর পাশাপাশি আছে ভুবনখ্যাত লাতিন কথাকার গার্সিয়া মার্কেস বাংলা ভাষায় কীভাবে উদ্যাপিত হয়েছেন- অনুবাদে-আলোচনায়-অন্তর্গত প্রভাবে; তার সুলিখিত খতিয়ানও। আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্য কীভাবে শিল্পের অন্যতর মাধ্যম, যেমন চলচ্চিত্র বা সংগীতকে প্রভাবিত করেছে, তা নিয়ে এখানে মিলবে ভিন্নধর্মী রচনা। রবীন্দ্রনাথের একটি ছোটগল্পের মনোহর ব্যাখ্যান, আবদুল মান্নান সৈয়দের ছোটগল্পের নান্দীপাঠ ও শহীদুল জহিরের কথাশিল্পের নবতর উন্মোচনে প্রয়াসী তিনটি প্রবন্ধও বিষয়ের বিস্তারের কারণে নজর কাড়বে। এছাড়া হাসান আজিজুল হক, হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মামুন হুসাইন পর্যন্ত নানা প্রজন্মের কয়েকজন বাঙালি কথাশিল্পীর কিছু গ্রন্থ নিয়ে সংক্ষিপ্ত অথচ আলোকসম্পাতী আলোচনাও একত্রিত হয়েছে। এই প্রবন্ধসমুদয়ের মাধ্যমে পাঠকদের কথাসাহিত্য-সংক্রান্ত ভাবনা এক ব্যতিক্রমী পথ দেখতে পাবে বলে ধারণা করা যায়
জন্ম : ২১ ডিসেম্বর, ১৯৮৪, শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান ও স্নাতকোত্তর (ইতিহাস বিভাগ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পেশা : জনসংযোগ কর্মকর্তা, বাংলা একাডেমি পুরস্কার : এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২, কলকাতার আদম লিটল ম্যাগাজিন প্রদত্ত তরুণ কবি সম্মাননা ২০১৬, সিটি-আনন্দ আলো পুরস্কার ২০১৬, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৬, দাঁড়াবার জায়গা সাহিত্য পুরস্কার ২০১৭, কলকাতা। অন্যান্য কর্মকা- : তার ছোটগল্প অবলম্বনে আশুতোষ সুজন নির্মাণ করেছেন টেলিছবি নগর ঢাকায় জনৈক জীবনানন্দ। ২০১৫তে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন চীনে অনুষ্ঠিত চীন- দক্ষিণ এশিয়া- দক্ষিণ পূর্ব এশিয়া লেখক সম্মেলনে।