"টিন এজ ছেলে-মেয়েদের সমস্যা ও তার সমাধান" বইয়ের ভিতরের লেখা: আমাদের শিশু শৈশব থেকে কৈশােরে পদার্পনের সময় তার শরীর ও মনে যে পরিবর্তন আসে সে সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞান না থাকলে টিনএজ ছেলে-মেয়েদের সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। আর এ কারনেই টিন-এজ ছেলে-মেয়েদের শারীরীক ও মানসিক পরিবর্তনের পর্যায়গুলাে সম্পর্কে আমাদের মােটামােটি স্পষ্ট একটা ধারণা থাকা খুবই জরুরী। কারণ শৈশব থেকে কৈশােরের বিভিন্ন ধাপ ছেলে-মেয়েদের পরবর্তী জীবন গড়ার জন্য খুব জরুরী। শৈশব থেকে কৈশােরের কোন একটি স্তরে ছেলে-মেয়েদের প্রতি অযত্ন হলে তাদের যে ক্ষতি হয় বাকী জীবনে তা পুষিয়ে নেয়া খুব কঠিন কাজ হয়। সে কারণে জন্মের পর থেকে শুরু করে টিন-এজ পর্যন্ত ছেলে-মেয়েদের ভালভাবে খেয়াল রাখলে বাকী জীবন সুন্দর হয়ে যায়। টিন-এজ ছেলে-মেয়েদের সম্পর্কে আমরা হয়ত অনেকে অনেক কিছুই জানি কিন্তু নানা কারণে সেগুলাে গভীরভাবে খতিয়ে দেখা ও অভিজ্ঞতার প্রয়ােগ আমাদের হয়ে উঠেনা। সে কারণে আমরা আমাদের পরিবারের টিন-এজ ছেলে-মেয়েদের জন্য যা করতে পারতাম তা পারিনা। মােটা দাগে বলতে গেলে টিন-এজ ছেলে-মেয়েদের পরিবর্তন শারিরীক ও মানসিক দু'ভাবেই হয়ে থাকে। টিন-এজ ছেলে-মেয়েদের পরিবর্তন নিয়ে স্বাস্থ্য বিজ্ঞানের পাঠ্য বই গবেষনাধর্মী কোন বই লেখার উদ্দেশ্যে নয়, বরং টিন-এজ ছেলে-মেয়েদের সমস্যা সম্পর্কে সবাইকে একটা সাধারণ ধারণা দেবার মানসে যথাসম্ভব সহজ ভাষায় টিন-এজ ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ, সমস্যা, ইত্যাদি এই বইতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।