পরিচিতি: দৈনিক ভোরের কাগজে প্রকাশিত সাবেক কোম্পানি সচিব সৈয়দ মাহবুবুর রশিদ এর ধারাবাহিক কলাম নিয়ে সংকলন ‘যাহা বলিব সত্য বলিব’ বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ।
লেখার বিষয়বস্তু : নেহেরুর ভারত এখন মোদির হিন্দুস্থান বাংলাদেশ পরিবহন দুর্ঘটনার স্বর্গরাজ্য রেলপথ প্রশাসনের বৈল্পবিক পরিবর্তন চাই শুধু বেতন বৃদ্ধিতে কি দুর্নীতি দমন হবে? গার্মেন্টস শিল্প- কিছু প্রাসঙ্গিক কথাবার্তা অবিলম্বে সি এস আর আইন প্রণয়ন করা প্রয়োজন অর্থনৈতিক অপরাধের দ্রুত বিচার করা প্রয়োজন সম্পত্তি কর আরোপের বিষয়টি অত্যন্ত সক্রিয় ভাবে বিবেচনা করা উচিত গাজায় ইসরাইলের বর্বরতা এবং বিশ্বমানবতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিবের সুবচন বাজেট মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন নির্বাচিত জেলা পরিষদ ছাড়া কথিত জেলা বাজেট প্রণয়ন অর্থহীন বিদ্যুৎ বিপর্যয় ঘটনার খলনায়কদের শাস্তি দেওয়া প্রয়োজন অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলামের শান্তি নিকেতন রেল বিভাগকে অবিলম্বে বোর্ড কর্তৃপক্ষে রূপান্তর করা হোক স্মৃতিচারণ : প্রয়াত সাংসদ ইসহাক তালুকদার নোয়াখালী বিজয় মেলা উৎসব ২০১৪ প্রস্তাবিত এফ আর এ নিয়ে আই সি এ বি এবং আই সি এম এর কলহ বিদেশে অর্থপাচার জেলা প্রশাসকদের আবদার কৃষি কল সেন্টার একটি আদর্শ সিএস আর প্রকল্প বিশ্বের মুক্তি সংগ্রামের ইতিহাসের মহানায়ক নেলসন ম্যান্ডেলা একুশ শতকে প্রয়োজন ডিজিটাল স্টক এক্সচেঞ্জ আন্তরিক অভিনন্দন ড. আতিউর রহমানকে
সৈয়দ মাহবুবর রশিদ জন্মস্থান গাইবান্ধা। ১৯৫৯ সাল পাবনা জেলা স্কুল থেকে ম্যট্রিকুলেশন পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইংরেজিতে অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালের ডিসেম্বরে ইপিসিএস পাস করে ডেপুটি ম্যজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যােগদান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরু অর্থাৎ ২৬ মার্চ থেকে অংশগ্রহণ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী সচিবের দায়িত্ব পালন সরকারি চাকরিতে থাকাকালে ইউএস এআইডির মনােনয়নে মার্কিন যুক্তরাষ্ট্রে ২ মাসের প্রশিক্ষণ গ্রহণ । চাকরি থেকে অব্যহতি লাভের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন কোম্পানিতে কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন। টোকিও, হংকং, সিউল, কুয়ালালামপুর এবং ব্যাংকক ষ্টক এক্সচেঞ্জ পরিদর্শন এবং বিভিন্ন ওয়ার্কশপে অংশ গ্রহণ। এছাড়া ১৯৯৯ সালে জার্মানিতে একটি সেমিনারে বাংলাদেশের স্থানীয় সরকার পদ্ধতির উপর একটি নিবন্ধ পাঠ। বর্তমানে ভােরের কাগজ, কালের কণ্ঠ, যায় যায় দিন, দি ফিনান্সিয়াল এক্সেপ্রেস এবং দি সান-এ নিয়মিত কলাম লিখছেন। এছাড়াও যুগান্তর এবং সমকালেও মাঝে মাঝে লেখালেখি করেন। শেয়ার বাজারের উপর দুটি বইও প্রকাশিত হয়েছে। মাঝে মাঝে টিভি টকশােতে অংশ নিয়ে থাকেন। আশা করি সৈয়দ মাহবুবর রশিদ এর সাম্প্রতিক বিষয় নিয়ে কলামভিত্তিক যাহা বলিব সত্য বলিব' বইটিও সবার ভালাে লাগবে ।