Life is Beautiful by Selina Hossain is a symbolic drama. And also experimental. The Author has depicted in it how some youths are running in fear of life. They are terrified, panick-stricken. But nowhere is a desirable place for them. The vast earth could not provide even a tiny accommodation. Deliverance of human conscience is the main theme of this drama. Many saviors have appeared in different epochs of civilization to deliverance human beings. The dramatist has depicted those great leaders in a universal context. Selina has taken her elements from different historical incidents and themes. She has brought mankind on a common platform. ‘Life is Beautiful’ contains a sense of global context in it. Fareea Lara , who translated the drama from Bangla into English very skillful hand tragic in a air incident. Lara might have been the happiest person to see it in print.
Written by Selina Hossain, Translated byFareea Lara. Selina Hossain(1947), a prominent author in Bangladesh. She joined the Bangla Academy at Dhaka and retired (2004) as a director. Her real contribution lies in creative literature. To date, she has published more than a dozen of volumes of short stories and thirty novels. Her work has also been translated into French, Russian, Japanese, Korean, as well as various languages from India. Among her many national and international awards are : the Bangla Academy Award (1980), the Philips Literary Prize (1994) the Ekushey Padak (2009), and the Rabindra Memorial Award. She also received a D.Lit (Honoris Cavsa) from Rabindra Bharati University (2010). Her novel The Shark The River and The Grenade. base on the Liberation war, has been made into a film. Fareea Lara (1970), Daughter of Selina Hossain. Masters in Arts Degree in English Literature from the University of Dhaka. She worked as a translator interpreter, and rapporteur for different international and national development organizations of Bangladesh. By obtaining her private Pilot’s License 1996, and Commercial Piolt’s License (issued by the Civil Aviation Authority of Bangladesh) in March 1998, she was on her way to become an international airline pilot. She was about to obtain her license as a Pilot Instructor. The combination of her international personality, intelligence, extensive travels, and meeting with people throughout the world made her well-reputed. She participated in two Youth Exchange Programmes organized by Lions Club. She was given honorary citizenship by the Mayor of the State Arizona. Fareea Lara crashed her Cessna-150 on 27 September 1998. She along with her co-pilot and colleague, breathed her last with the blast of the craft.
২১টি উপন্যাস, ৭টি গল্পগ্রন্থ ও ৪টি প্রবন্ধগ্রন্থের রচয়িতা সেলিনা হোসেন বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। সমকালীন রাজনৈতিক সংকট ও দ্বন্দ্বের উৎস ও প্রেক্ষাপট উঠে এসেছে সেলিনা হোসেন এর বই সমূহ-তে। সেলিনা হোসেন এর বই সমগ্র অনূদিত হয়েছে ইংরেজি, রুশসহ একাধিক ভাষায়। প্রবীণ এ লেখিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর কর্মজীবন থেকে অবসর নেন। সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। আদি পৈতৃক নিবাস নোয়াখালীতে হলেও সেখানে বেশি দিন থাকা হয়নি তার। চাকরিসূত্রে তার বাবা রাজশাহী চলে এলে সেটিই হয়ে ওঠে সেলিনার শহর। স্থানীয় এক বালিকা বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে রাজশাহী মহিলা কলেজে ভর্তি হন। ছোটবেলা থেকেই সাহিত্য পড়তে ভালোবাসতেন তিনি। আর ভালোবাসার টানে উচ্চ মাধ্যমিক শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন সেলিনা হোসেন। এরপর সরকারি কলেজে শিক্ষকতা এবং পাবলিক সার্ভিস কমিশনেও কাজ করেছেন তিনি। পাশাপাশি পত্রপত্রিকার জন্য চালিয়ে গেছেন তার কলম। টানা ২০ বছর তিনি ‘ধান শালিকের দেশ’ পত্রিকার সম্পাদনা করেন। ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের উপন্যাস রচনা করে পাঠকমনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। তার রচিত মুক্তযুদ্ধ বিষয়ক কালজয়ী উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রও। ‘যাপিত জীবন’, ‘ক্ষরণ’, ‘কাঁটাতারে প্রজাপতি’, ‘ভালোবাসা প্রীতিলতা’, ‘যুদ্ধ’, ‘গায়ত্রী সন্ধ্যা’ (তিন খণ্ড) ইত্যাদি তার জনপ্রিয় উপন্যাস। ‘স্বদেশে পরবাসী’, ‘একাত্তরের ঢাকা’, ‘ঊনসত্তরের গণ-আন্দোলন’ ইত্যাদি তার জনপ্রিয় প্রবন্ধ। কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘কাকতাড়ুয়া’, ‘চাঁদের বুড়ি পান্তা ইলিশ’, ‘আকাশ পরী’, ‘এক রূপোলি নদী’ সহ বেশ কিছু সুপাঠ্য গ্রন্থ। সাহিত্যাঙ্গনে এই অনবদ্য অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। এছাড়াও তিনি ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ সহ অসংখ্য পদক পুরস্কার পেয়েছেন।