ফ্ল্যাপে লেখা কিছু কথা মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। হজরত মোহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত রাসুল। তিনি সৃষ্টির আদি উৎস।তাঁকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতে না কোন কিছুই। তিনি শেষ নবী-তিনি শ্রেষ্ট নবী। বিশ্বসষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত প্রিয়তম নবী হযরত মোহাম্মদকে (সাঃ) আল্লাহ প্রেরণ করেছেন বিশ্বের মানবমণ্ডলীর জন্য আদর্শ নমুনারূপে। আল্লাহ প্রিয়তম নবীকে(সাঃ) প্রেরণ করেছেন সাক্ষ্যদাতারূপে, সুসংবাদদাতারূপে সতর্ককারীরূপে। প্রিয়তম নবী (সাঃ) মানব জাতির জন্য আশীর্বাদ। তিন সৎপথের দিশারী। সত্যপথে চলার তিনি মহান পথপ্রদর্শক। তনি রাহমাতুল্লিল আলামীন। আল্লাহর একত্ববাদ বিশ্বাস, আল্লাহর অনুগত্য, তাঁর আদেশ ও নিষেধ পালন, জীবনের সকল ক্ষেত্রে প্রিয়তম নবীর(সাঃ) অনুসরণ ও তাঁর সুন্নাহর প্রতি আনুগত্য মানবজীবনের পরিপূর্ণ পরিশুদ্ধির উপকরণ এবং দুনিয়া ও আখেরাতের সকল সফলতার শ্রেষ্ঠ অবলম্বন। এজন্যে প্রিয়তম নবীর (সাঃ) সঠিক জীবনী সকলের জানা প্রয়োজন। প্রিয়তম নবী (সাঃ) গ্রন্থটি সকল শ্রেণীর পাঠক বিশেষত কিশোর পাঠকের উপযোগী করে রচনা করা হয়েছে গল্পের আদলে। গল্পের আমেজ এই গ্রন্থের আকর্ষণ। সহজ ও সরল ভাষায় রচনার আন্তরিক প্রচেষ্টা এই গ্রন্থের বৈশিষ্ট্য। সূচিপত্র *মহান স্রষ্টা ও সৃষ্টি * ইসলাম পূর্ববর্তী পৃথিবী *ইসলাম নবীর আবির্ভাব * ঈদ -ই-মিলাদুন্নবী * শৈশবে প্রিয়তম নবী (সাঃ) * কৈশোর প্রিয়তম নবী (সাঃ) * প্রিয়তম নবীর (সাঃ) বিবাহ * দাম্পত্যজীবন * প্রিয়তম নবীর (সাঃ)পারিবারিক জীবন * প্রিয়তম নবীর (সাঃ) ব্যক্তিগত জীবন * নবুয়ত প্রাপ্তির পূর্বাবস্থা *প্রিয়তম নবী (সাঃ) মহান সমাজসংস্কারক *ইসলাম প্রচারে প্রিয়তম নবী (সাঃ) *ইসলাম প্রচারে নবী বিরোধিতা *প্রিয়তম নবীর (সাঃ) মক্কাজীবন *আবিসিনিয়ায় হিজরত *কুরাইশদের বয়কট *মক্কার বাইরে ইসলাম প্রচার *প্রিয়তম নবী (সাঃ) *আল মিরাজ *আকবার প্রথম বায়আত *আকবার দ্বিতীয় বায়আত *মদিনায় হিজরত *মদিনায় প্রিয়তম নবী (সাঃ) প্রেক্ষপট : মদিনার সনদ *মদিনা কল্যাণ রাষ্ট্র *কেবলা পরিবর্তন *বদরের যুদ্ধ *ঐতিহাসিক গুরুত্ব *বদর যুদ্ধের পরবর্তী ঘটনা *সাবীকের যুদ্ধ *ওহুদ যুদ্ধ *ওহুদ যুদ্ধের ফলাফল *ওহুদ যুদ্ধের পরবর্তী অবস্থা *খন্দকের যুদ্ধ *খন্দকের যুদ্ধের পরবর্তী অবস্থা *খন্দকের যুদ্ধের ফলাফল *হুদায়বিয়ার সন্ধি *হুদায়বিয়ার সন্ধির তাৎপর্য *হজ্বব্রত পালন *ইসলাম গ্রহণের আহবান *খায়বর যুদ্ধ *খায়বর যুদ্ধের পরবর্তী অবস্থা *মুতা অভিযান *মুতা যুদ্ধের পরবর্তী অবস্থা *প্রিয়তম নবীকে (সাঃ) হত্যার ষড়যন্ত্র * পটভূমি : মক্কা বিজয় *মক্কা বিজয় *হুনায়েনের যুদ্ধ *তারেফ অবরোধ *তাবুক অভিযান *নাজরানে ইসলাম *বিদায় হজ্ব : প্রস্তুতির পর্ব *হজ্বব্রত পালন *বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণ *মিনা ও জমজম কুপের নিকট নবীজীর (সাঃ) উপদেশ দান *বিদায় হজ্বে প্রিয়তম নবীর (সাঃ)ঐতিহাসিক ভাষণের তাৎপর্য *সিরিয়অ অভিযান *প্রিয়তম নবীর (সাঃ) ইন্তেকাল *আল্লাহর নিকট প্রিয়তম নবীর (সাঃ)শ্রেষ্ঠ প্রার্থনা
শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাসৈনিক মােতাহার হােসেন সুফী ১৯৩২ সালের ১ অক্টোবর রংপুর শহরের মুনশীপাড়ার অলিবাগ জন্মগ্রহণ করেন । ১৯৪৮ সালে মুনশীপাড়া সাধারণ পাঠাগার থেকে হাতেলেখা দেয়ালপত্রিকা ‘মশালে’ গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যজগতে তাঁর আত্মপ্রকাশ। পঞ্চাশের দশকে গবেষণামূলক নিবন্ধ রচনার মাধ্যমে তিনি সাহিত্যচর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি অর্জনের পর কারমাইকেল কলেজ, রাজশাহী কলেজে, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজসহ অন্যান্য সরকারি কলেজে অধ্যাপনা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন । তাঁর সাহিত্যকর্মের মধ্যে সর্বাধিক উল্লেখযােগ্য ও পাঠক নন্দিত গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক জাতির জনক’ নারী জাগরণের অগ্রদূত বেগম রােকেয়ার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কীত তাঁর রচিত প্রথম মৌলিক গবেষণাগ্রন্থ ‘বেগম রােকেয়া : জীবন ও সাহিত্য প্রকাশিত হয়েছে। লেখক রচিত জীবনীগ্রন্থ : বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত কাজী মােহাম্মদ ইদরিস (১৯৮১) তসলিমুদ্দীন আহমদ (১৯৩৩), ‘প্রিয়তম নবী (২০০৯) প্রভৃতি। বাংলা একাডেমী কর্তৃক লেখকের আরেক মৌলিক গবেষণাগ্রন্থ ‘বাংলাসাহিত্যে রঙ্গপুরের অবদান’ ২০০১ সালে প্রকাশিত হয়েছে। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে রংপুর কল্যাণ ট্রাস্ট কর্তৃক স্বর্ণপদক, ১৯২২ সালে ঢাকাস্থ রংপুর সাংস্কৃতিক পরিষদ কর্তৃক ‘র.সা.প পদক’, ঢাকাস্থ স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট কর্তৃক রােকেয়া পদক এবং ১৯৯৭ সালে ঢাকাস্থ কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি কর্তৃক তিনি সংবর্ধিত হন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী পরিচালিত সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার-২০০০-এ তিনি ভূষিত হন । তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য (১০৭০) এবং বাংলাদেশ এশিয়াটিক সােসাইটির আজীবন সদস্য (১৯২৬)। গবেষণাকর্মে তিনি এখনও সক্রিয় আছেন ।