"হৃদয় গলে - ১৪ : সোনালী সংসার" বইটির 'দুটি কথা ' অংশ থেকে নেয়াঃ ‘সােনালী সংসার' আমার প্রথম উপন্যাস। এটি কেমন হলাে কিংবা উপহাকে আদৌ উপন্যাস বলা যায় কিনা সে বিচারের ভার পাঠকপাঠিকাদের হাতে। তবে এটা জোর দিয়েই বলতে পারি, সােনালী সংসারকে সব দিক থেকে সুন্দর ও সুখপাঠ্য করার জন্য আমার চেষ্টার কোনাে ত্রুটি ছিলাে না। তদুপরি মুহতারাম সম্পাদক সাহেব ছাড়াও আরাে কয়েকজন বিজ্ঞ ব্যক্তিকে এর পান্ডুলিপি দেখিয়েছি এবং তাঁদের পরামর্শ মােতাবেক পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করেছি। এতদসত্ত্বেও বিদগ্ধ পাঠক-পাঠিকারা যদি এই উপন্যাসের ত্রুটি বিচ্যুতি ও ভালাে মন্দের দিকগুলাে তুলে ধরে দু’কলম লিখে পাঠান তবে সত্যিই অত্যন্ত খুশি হবাে। সেই সঙ্গে আগামীতে উপন্যাস লিখার ক্ষেত্রে উপকৃত হবাে যথেষ্ট পরিমাণে। মাসুম-ফারহানা এই উপন্যাসের প্রধান চরিত্র। এরাই সােনালী সংসারের কেন্দ্রবিন্দু। এদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমি এ উপন্যাসে দেখাতে চেয়েছি, স্বামী-স্ত্রী দীনদার এবং একে অপরের সহযােগী হলে পারিবারিক জীবনেই কেবল শান্তি আসে না, সমাজের লােকজনও উপকৃত হয় যথেষ্ট পরিমাণে; অনেক পথহারা বিপথগামী মানুষও পথের সন্ধান পায়; উদ্বুদ্ধ ও উৎসাহিত হয় ধর্মীয় অনুশাসন মেনে চলতে।