Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Maolana Muhammad Mufijul Islam books

followers

মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম

আল্লাহভীরু আলেম, জনপ্রিয় সিরিজ লেখক, দায়ী ও মাদরাসা পরিচালক। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৭৩, বিবাড়িয়া সদরের ভাদুঘর গ্রামে। জেনারেল শিক্ষায় মাস্টার্স ডিগ্রির পাশাপাশি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ক্লাস সেভেনে অধ্যয়নকালে তিনি দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত হোন। তখন থেকে আলেমদের বিশেষ ফজিলত ও উচ্চ মর্যাদার কথা শুনে আলেম হওয়ার প্রতি তীব্র আকাঙ্কা পোষণ করেন।ফলে এইচ এসসি পরীক্ষার পর তিনি ঢাকার মাদরাসা দারুর রাশাদে ভর্তি হোন। সেখান থেকে ১৯৯৫ সালে দাওারায়ে হাদীস সম্পন্ন করেন। ১৯৯৬ সালে কয়েকমাস হাটহাজারী মাদরাসায় বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। সে বছরেই তিনি মাদরাসা দারুর রাশাদ-এর শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হোন। পরবর্তীতে তিনি নরসিংদীর দারুল উলুম দত্তপাড়া, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা ও নূরিয়া ইসলামিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। বর্তমানে তিনি নরসিংদীর তালীমুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। আত্নশুদ্ধির মেহনতের জন্য তিনি জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড-এর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম এর নিকট ২০০৩ সালে সবক নেন। এবং ২০১৭ সালে এযাযতপ্রাপ্ত খলীফা হোন। মুহাম্মাদ মুফিজুল ইসলামের সবচেয়ে বড় পরিচয় তিনি ‘হৃদয় গলে সিরিজ’ এর লেখক। বাংলাবাসার ইতিহাসে এমন জনপ্রিয় দীর্ঘ গল্পসিরিজ পূর্বে প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। ইতিমধ্যে এই সিরিজের ৮৫ টি বই বের হয়েছে। অক্টোবর ২০০২ ‘যে গল্পে হৃদয় গলে’ এর মাধ্যমে এই সিরিজের শুভ সুচনা হয়। সিরিজের এই ধারা চলমান। লেখকের ইচ্ছা একশ নাম্বারে তিনি সমাপ্ত টানবেন। তার প্রথম প্রকাশিত বই ‘উস্তাদ শাগরেদের হক ও তরবীয়তের তরীকা’ (আল কাউসার প্রকাশনি ১১৯৭), তাছাড়া তার রচিত ও অনূদিত বেশ কিছু বই প্রকাশিত হযেছে।

মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 60 of 96 items)

Recently Viewed