প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল মান্নান মান্না
আবদুল মান্নান মান্না জীবনের জটিল তথা বাস্তব বিষয়গুলোকে সহজ করে দেখার, প্রাঞ্জল ভাষায় বলার নিজস্ব স্টাইল আছে তাঁর। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে বিচরণে উৎসাহী। তাঁর শিক্ষামূলক অনুবাদ গ্রন্থ 'সন্তানের জন্য আপনার করণীয়' এ ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে বিবেচনায় আসতে পারে। দৈনিক সমকালের 'সমকালীন ছড়া' বিভাগে সম্প্রতি প্রকাশিত ছড়াগুলো তাঁকে নতুন করে চিনিয়েছে। নব্বইয়ের দশক থেকে তিনি দৈনিক ভোরের কাগজ, মুক্তকণ্ঠ, জনকণ্ঠ, পাক্ষিক অনন্যা পত্রিকায় ফিচার, অনুবাদ, কবিতা লিখে পরিচিতি পান পাঠক মহলে। গ্রাম জীবন থেকে বিচ্যুত, নগর জীবনে বাধ্যগত অভ্যস্থতা তাঁকে ছড়া লিখতে উদ্বুদ্ধ করেছে। নগর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি, শিশু মনের চাওয়া-পাওয়া, না-পাওয়া তাঁর ছড়ার পরতে পরতে ছড়িয়ে আছে। সতর্ক, সহজ শব্দ চয়নে তিনি অনেক খানি সার্থকতার ছাপ রেখেছেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামে জন্ম। বাবা ওসমান গণী, মা আমিনা খাতুন। শৈশব থেকেই সাহিত্য তাঁকে টেনেছে নেশার মত। নিভৃতচারী, স্বল্পভাষী তবে সদালাপি আবদুল মান্নান মান্না বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত। ব্যক্তিগত জীবনে বিবাহিত। দু'সন্তানের বাবা।