clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. A. R. Mollik books

followers

ড. এ. আর. মল্লিক

ইতিহাসবিদ-শিক্ষাবিদ ড. আজিজুর রহমান মল্লিক ১৯১৮ সালের ৩১ ডিসেম্বর ঢাকা জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে মানিকগঞ্জ মডেল হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৩৬ সালে ঢাকা কলেজ থেকে আই.এ. পাশ করেন। ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে বি.এ. (সম্মান) এবং ১৯৪১ সালে এম.এ. পাশ করেন। একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যােগদান । ১৯৪৩-১৯৫১ পর্যন্ত রাজশাহী কলেজে অধ্যাপনা। ১৯৫৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রী লাভ। ১৯৫৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যােগদান। ১৯৬৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক ও পরে উপাচার্য হিসেবে যােগদান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অসংখ্য বক্তব্য প্রদান করেন। ১৯৭২-৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, ভারতে বাংলাদেশের প্রথম হাই কমিশনার এবং বাংলাদেশের অর্থমন্ত্রী। হাই কমিশনার থাকাকালীন সময়ে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়, পাকিস্তান থেকে বাঙালিদের ফিরিয়ে আনা ইত্যাদি বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে যােগদান। ১৯৮৩ সালে বিশ্ববিদ্যালয় তাঁকে প্রফেসর এমেরিটাস করেন। ১৯৮৩১৯৯৩ সাল পর্যন্ত তিনি ন্যাশনাল ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে বাংলা একাডেমীর ফেলাে, বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি এবং ১৯৮৩৮৪ ও ১৯৮৪-৮৫ সালে এশিয়াটিক সােসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তাঁর উল্লেখযােগ্য প্রকাশনা ' British policy and the Muslims in Bangal (1757-1856)। দুই পুত্র ও তিন কন্যার জনক ড. মল্লিক বর্তমানে অবসর জীবন-যাপন করছেন।

ড. এ. আর. মল্লিক এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed