প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান কবিতায় একজন শব্দ-কারিগর; কবিতা নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শব্দ-নির্মাণ কৌশলের উপর। তিনি চারপাশের ঘটে যাওয়া অসঙ্গতিকে শব্দের ব্যঞ্জনায় ক্রমাগত তুলে ধরেছেন। কাব্যে অনুপ্রাস নির্মাণেও তিনি যথেষ্ট সচেতন। আঙ্গিকের এই দৃঢ়তার মাঝে তিনি কাব্যের বিষয়-ভাবনাকে কখনো হালকা করে তোলেননি। সমকালীন সময়ের নানা অবক্ষয়, অসঙ্গতি কবি-মনকে ক্রমশ বিদ্ধ করেছে, সেই ক্ষুব্ধ কবি মানবের আত্মচিৎকার এ কাব্যে ধ্বনিত হয়েছে যা প্রথম কাব্য প্রয়াস হলেও শিল্পোত্তীর্ণ। বোদ্ধা পাঠকের কাছে তাঁর স্বরব্যঞ্জনের দ্যুতি কাব্যটি বিশেষ প্রসংশার দাবি রাখে।