clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Dhirendronath Tarafdar books

follower

ড. ধীরেন্দ্রনাথ তরফদার

ড. ধীরেন্দ্রনাথ তরফদার ১৯৫৩ সলের ১৩ই জুলাই টাঙ্গাইলের মির্জাপুর থানার অন্তর্গত সিংজুরী গ্রামের তরফদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী বলরাম তরফদার ও শ্রীমতি বিষ্ণুপ্রিয়া দেবীর প্রথম সন্তান। ১৯৬৮ সালে স্থানীয় ভাগ্রাম কে, আর. এস. ইনস্টিটিউটশন থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও ১৯৭২ সালে সা'দত কলেজ, করটিয়া থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি করটিয়া সা’দত কলেজ থেকে ১৯৭৪ সালে বি.এস.সি. এবং ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দেবেন্দ্র নাথ রায় রৌপ্যপদকে (সিলভার মেডেল) ভূষিত করেন। ১৯৮১ সালে তিনি পি. এস. সি. (বি. সি. এস.) পরীক্ষায় নির্বাচিত হয়ে ১৯৮২ সালে সিলেট সরকারী এম. সি. কলেজে প্রভাষক হিসেবে যােগদান করেন। ১৯৮২ সালে তিনি ভারত সরকারের স্কলারশিপ প্রাপ্ত হয়ে পি এইচ. ডি. ডিগ্রি লাভের উদ্দেশ্যে গবেষণা করার জন্য ভারতের পুনা বিশ্ববিদ্যালয়ে গমন করেন। তিনি পুনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড.ভি.এন.ঝা মহাশয়ের তত্ত্বাবধানে ১৯৮৮ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি "Style, stylistics and the School of Riti" - শীর্ষক গবেষণামূলক অভিসন্দর্ভ রচনা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে তিনি সংস্কৃত বিভাগ,সরকারী আনন্দমােহন কলেজ, ময়মনসিংহে প্রভাষক হিসেবে যােগদান করেন। ১৯৯৪ সালে কুমিল্লা সরকারী ভিক্টোরিয়া কলেজে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০০০ সালে সরকারি বি,এম, কলেজ, বরিশালে যােগদান করেন। ২০০৮ সালে তিনি সহযােগী অধ্যাপক হিসেবে উক্ত কলেজে যােগদান করেন। ২০০৯ সালে উর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডে (এন.সি.টি.বি) যােগদান করে পাঠ্যপুস্তক প্রকাশনার কাজে যারপরনাই দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হন। এ পর্যন্ত তার বেশ কয়েকটি গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তার গ্রন্থ - ‘মাঘকৃত শিশুপাল বধ; বৈদিক সংকলন; বৈদিক ব্যাকরণ। এছাড়া 'আপনজন' শীর্ষক একটি কিশাের উপন্যাস বাংলাবাজার হাতেখড়ি’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এন.সি.টি.বি থেকে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা' শীর্ষক শিক্ষক গাইড এবং ষষ্ঠ শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা' শীর্ষক পাঠ্যপুস্তকের তিনি অন্যতম রচয়িতা। তিনি এন.সি.টি.বি. কর্তৃক প্রকাশিত ৮ম শ্রেণির ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ পুস্তকের ইংরেজি ভার্সনের ইংরেজি অনুবাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি ১৯৮১ সন থেকে ‘নাট্যচক্র দলের সাথে যুক্ত থেকে বিভিন্নভাবে সহযােগিতা ও অভিনয় করেছেন। ঢাকার প্রতিদ্বন্দ্বী নাট্যগােষ্ঠীর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। তিনি সিংজুরী সার্বজনীন নবারুণ সমিতির আজীবন প্রতিষ্ঠাতা সভাপতি। ২০১২ সালের জুলাই মাস থেকে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি তার অবসর জীবন-যাপন করছেন তার ধর্মীয়, সমাজকর্ম ও গবেষণামূলক কর্মের মাধ্যমে। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য গুণগ্রাহী সৃষ্টি করেছেন। মাধ্যমিক পরীক্ষার পর তিনি সেওড়াতলী ভূবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, বলিয়াদী, কালিয়াকৈর এবং সরকারি কলেজে যােগদানের পূর্ব পর্যন্ত ঢাকার রায়ের বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

ড. ধীরেন্দ্রনাথ তরফদার এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed