Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nasima Khan books

follower

নাসিমা খান (কবি)

নাসিমা খান (পিতা মরহুম মোশারফ হোসেন খান এবং মাতা সুরাইয়া হোসেন খান এর তৃতীয় কন্যা), ১৯৫৬ ১৯৫৬ সালে বসালে কিশোরগঞ্জের আখড়াবাজারে এক স্বনামধন্য এবং সৃজনশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামী মরহুম সিরাজউদ্দিন খান একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বনামধন্য ব্যবসায়ী এবং তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুণধর ইউনিয়নের মদন গ্রাম নিবাসী ছিলেন। নাসিমা খান ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এবং কলেজ'র প্রতিষ্ঠা লগ্ন হতে দীর্ঘদিন সিনিয়র টিচার হিসেবে নিযুক্ত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি গার্লস গাইড এবং গার্লস স্কাউট, কবিতা-ছড়া লেখা, চর্চা, আবৃত্তি, ইত্যাদির সাথে জীবন চর্চায় সম্পৃক্ত ছিলেন। বর্তমানে অবসর জীবনে তিনি সাহিত্যের সেবায় নিয়োজিত এবং কবিতা-সাহিত্যে বিশেষ অবদানের জন্য একে একে অন্যধারা জাতীয় সাহিত্য সংগঠন থেকে উত্তরীয় সম্মাননা পেয়েছেন। আমাদের গল্প-কবিতা-গান জাতীয় সাহিত্য সংগঠন থেকে সম্মাননা সনদ পেয়েছেন। দ্বীপজ জাতীয় সাহিত্য সংগঠন থেকে সম্মাননা সনদ পেয়েছেন। বর্তমানে তিনি 'শান্তির জন্য কবিতা' আন্তর্জাতিক সাহিত্য সংগঠনের সম্মানীয় উপদেষ্টা হিসেবে রয়েছেন।

নাসিমা খান (কবি) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed