প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আশিক সরকার
আশিক সরকারের জন্ম বাংলাদেশের নেত্রকোণা জেলার জয়নগরে। পিতা ভবতোষ সরকার ও মাতা অঞ্জনা সরকার। সংগীতগুরুদের মধ্যে শ্রীশ্যামসুন্দর চৌধুরী, শ্রীগোপাল দত্ত, শ্রীসুনীল কুমার ধর, শ্রীঅরিন্দম ভট্টাচার্য, শ্রীসুধীন দাশ, প্রফেসর ড. রশিদুন্ নবী প্রমুখ অন্যতম। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলা অনুষদের মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করায় ২০১৭ সালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক লাভ করেন। ২০১৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর সংগীত বিষয়ক বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর তত্ত্বাবধানে স্নাতকোত্তর পর্যায়ে দশটি গুরুত্বপূর্ণ থিসিস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল-সংগীত শিল্পী এবং সংগীত পরিচালক। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত কবি নজরুল ইনস্টিটিউটের শুদ্ধ বাণী ও সুরে আদি গ্রামোফোন রেকর্ডভিত্তিক নজরুল-সংগীতের স্বরলিপি প্রণয়ন কার্যক্রমে স্বরলিপিকার হিসেবে তিনি যুক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থ- 'নজরুল-সংগীত: বৈচিত্র্যের অন্বেষণে' (কলকাতা, ২০২৩)।