প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মাওলানা শাহ্ মোহাম্মদ আরিফুল কাদের
শাহ মোহাম্মদ আরিফুল কাদের; কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পানাহার (কনিকপুর) গ্রামে ১৯৯১ সালের ৩ অক্টোবর (১৬ আশ্বিন ১৩৯৮ বাংলা) এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম: শাহসুফি আলহাজ্ব আবদুল কাদের সাহেব রহ.। তিনি তার বাবা-মায়ের সর্বশেষ (তৃতীয়) সন্তান। প্রাথমিক শিক্ষা নিজ পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান 'পানাহার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা' থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণি ২০০২ সালে, দাখিল ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত 'উরদিঘী দাখিল মাদ্রাসা' পড়াশোনা করে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা ২০০৮ সালে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আলিম (এইচএসসি) ২০১০, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ফাজিল (বিএ) ২০১৩ ও কামিল-হাদিস (এমএ) ২০১৫ দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পাশাপাশি ২০১৩ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্যারামেডিকেল (সিপিএমটি) দেশসেরা ফলাফলে উত্তীর্ণ হন। তার শ্রদ্ধেয় আব্বাজানের বার্ধক্যজনিত কারণে ২০১০ সালের এপ্রিল মাসে তার আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আসেন। উল্লেখ্য, ২০১৭ সালের 'সাহসী চিকিৎসা বিজ্ঞানী ইবনে নাফিস' শিরোনামে 'দৈনিক আলোকিত বাংলাদেশ'-এ সর্বপ্রথম লেখা প্রকাশিত হয়। এরপর থেকে তিনি নিয়মিত প্রায় সকল জাতীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকায় লেখালেখি করে আসছেন। যার সংখ্যা অদ্যাবধি প্রায় পাঁচ শতাধিক। তাঁর বাবা ২০২১ সালের ২২ জুলাই (ঈদুল আজহার পরদিন) ইন্তেকালের পর থেকে অর্থাৎ ২৩ জুলাই '২১ থেকে তারই বাবার প্রতিষ্ঠিত ইছলাহি প্রতিষ্ঠান 'খানকায়ে মতলেবিয়া'-এর খাদেম (স্থলাভিষিক্ত) হিসেবে নিযুক্ত হন। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বৈবাহিক জীবনের মাধ্যমে বর্তমানে তিনি ২ সন্তানের জনক। মেয়ে (বড়) মাহজাবিন আফরোজ নুবা ও ছেলে (ছোট) মুহিদুল কাদের শোয়াইব। পারিবারিকভাবে তার আম্মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ইসলামী ভাবধারায় জীবন চালাতে চেষ্টা করছেন।