প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ডা: মোঃ আনসার উদ্দিন ভূঁঞা (পারভেজ)
ডাঃ মোঃ আনসার উদ্দিন ভূঞা (পারভেজ) ১৯৭০সালে ২রা ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা বীর কামট খালী গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবার জন্ম গ্রহন করেন। পিতা মরহুম আফছার উদ্দিন ভূঞা.বি.এ.ডি.সি কর্মরত ছিলেন। মাতা সুফিয়া বেগম গৃহিনী। তিনি ১৯৯৪সালে ডি.এইচ.এম.এস (ঢাকা) ডিগ্রী অর্জন করে চিকিৎসা পেশায় সাথে নিউ গ্রীন নামে ডায়াগনোসিস সেন্টার পরিচালনা করেন, চরপাড়া ময়মনসিংহ। তিনি তিন কন্যার জনক। উল্যেখ যোগ্য কবিতা "কবর দিও এভাবে” "দুঃখি বাবা” “সূৰ্য্য ভালোবাসা” সৃষ্টি প্রার্থনা" ইত্যাদি। "সোনার ঝুড়ি” নামে একক কাব্যগ্রন্থ আছে।